সম্প্রতি উগ্র সাম্প্রদায়িক শক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে দেশে চলছে সংখালঘুদের ওপর নির্যাতন। এর ছোঁয়া লেগেছে ক্রিকেটেও।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ভারতের পরাজয়ের পর সেই দেশের তারকা পেসার মোহাম্মদ শামিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রমণ করে বসে এক শ্রেণির উগ্র ধর্মান্ধ সমর্থকগোষ্ঠী। এর বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ওঠেন ভারতের শুভ ও মানবিকবোধসম্পন্ন মানুষ ও সাবেক-বর্তমান ক্রিকেটাররা। এবার কঠোর বার্তা প্রকাশ করলেন অধিনায়ক বিরাট কোহলি।
আজ ৩১ অক্টোবর, রাত ৮টায়, নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারত। এ উপলক্ষে গতকাল আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিরাট কোহলি বলেছেন: ‘কেন আমরাই মাঠে নেমে খেলছি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আজেবাজে মন্তব্য করা মেরুদ-হীন কিছু লোক সেটা পারছে না? তার একটি যথার্থ কারণ আছে। তাদের আসলে কোনো ব্যক্তির মুখোমুখি হয়ে কথা বলার সাহস নেই। তারা তাদের সত্তার আড়ালে লুকিয়ে থাকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যকে আঘাত করে। মানুষকে নিয়ে মজা করা আজকের দুনিয়ায় বিনোদনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। যা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং দুঃখজনক।’
কোহলি আরও বলেছেন. ‘কোনো মানুষের মানসিকতা ওটার থেকে আর নিচে নামতে পারে না। এই লোকগুলোকে এভাবেই দেখি আমি। আমি আগেও বলেছি, আমার কাছে কাউকে তার ধর্ম নিয়ে আক্রমণ করাটা সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার। প্রত্যেকেরই তাদের মতামত এবং কোনো বিশেষ পরিস্থিতে তারা কী ভাবে, তা জানানোর অধিকার আছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে এমনকি কখনো ধর্মের কারণে কাউকে বৈষম্য করার কথা ভাবিও নাই। ধর্ম প্রতিটি মানুষের কাছে অত্যন্ত ব্যক্তিগত ও পবিত্র বিষয় এবং বিষয়টিকে সেভাবেই দেখা উচিত।’
মোহাম্মদ শামির পাশে ভারতীয় ক্রিকেট দলের সবাই আছে জানিয়ে বিরাট কোহলি বলেছেন, ‘আমরা মাঠে কী করি সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই। গত কয়েক বছরে মোহাম্মদ শামি ভারতকে কত ম্যাচে জিতিয়েছে, সে বিষয়েও তারা অবগত নয়। দেশের প্রতি শামির প্যাশনকে যদি তারা অগ্রাহ্য করতে পারে , সত্যি তাদের নিয়ে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আমরা তাকে (শামি) ২০০ ভাগ সমর্থন করছি। যারা তাকে আক্রমণ করেছে তারা চাইলে আরও শক্তি নিয়ে আসতে পারে, তাতে আমাদের ভ্রাতৃত্ব, দলের মধ্যে আমাদের বন্ধুত্ব, কিছুই নড়চড় হবে না। অধিনায়ক হিসেবে আমি গ্যারান্টি দিচ্ছি যে, আমার দলে এমন বাজে পরিবেশ নেই।’
Leave a Reply
Your identity will not be published.