ঐশ্বরিয়ার নতুন লুক ফাঁস

ঐশ্বরিয়ার নতুন লুক ফাঁস

বলিউডের রূপসী নায়িকা, বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রাই বচ্চনের সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছিল ২০১৮ সালে, নাম ছিল ‘ফানি খান’। এরপর ঐশ্বরিয়া ব্যস্ত হয়ে পড়েন মণি রত্নমের ‘পোন্নিইন সেলবান’ সিনেমার কাজে। ছবিটির শুটিং হচ্ছে ভারতের মধ্যপ্রদেশে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুটিং সেট থেকে এই অভিনেত্রীর লুক ফাঁস হয়েছে। সেখানে দেখা যায়, ভারী শাড়ি-গহনায় রানীর সাজে ঐশ্বরিয়া। একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি। হাতে আয়না। চুলে নানা রকম গহনা। তার পাশে সিনেমাটির অন্য কলাকুশলীরা। 

জানা গেছে, এই সিনেমার গল্পটি দশ শতকের। আর এখানে ঐশ্বরিয়া হলেন চোলা সাম্রাজ্যের মন্ত্রী ও কোষাধ্যক্ষ পেরিয়া পাজুবেত্তারাইরের স্ত্রী নন্দিনী। নন্দিনী একজন ক্ষমতালোভী নারী এবং খুবই রহস্যময়ী। তিনি চোলা সাম্রাজ্যের পতন চান। এ জন্য স্বামীকে ব্যবহার করেন। কারণ নন্দিনী চোলা সাম্রাজ্যের অন্যায়ের শিকার হয়েছিলেন।

নতুন এই সিনেমায় ঐশ্বরিয়া দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। নন্দিনী এবং তার মা মন্দাকিনীর ভূমিকায়।

উল্লেখ্য, মণি রত্নমের নতুন এই সিনেমায় ঐশ্বরিয়া ছাড়াও অভিনয় করছেন চিয়ান বিক্রম, কার্তি, জায়াম রবি, অথর্ব্য মুরালি, নাসের, আর পার্থিকন, শরৎকুমার, কীর্তি সুরেশ, অমলা পাল এবং রাশি খান্না।     

Leave a Reply

Your identity will not be published.