স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং এ ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে একটি প্রকল্পের জন্য কাজ করছে বাংলাঢোল। এর অংশ হিসেবে তৈরি হচ্ছে ডকু ড্রামা, টিভিসি ও ফিলার। এতে দেখা যাবে দেশের কয়েকজন নামী তারকাকে।
জনপ্রিয় কণ্ঠশিল্পী এলিটা করিম ও সোমনূর মনির কোনাল প্রায়ই সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। এবারও ব্যতিক্রম ঘটেনি। এই দুই গায়িকা এবার বাংলাঢোলের আহবানে নারীদের জন্য স্বাস্থ্য সচেতনতামূলক বার্তা প্রচার করবেন গানে গানে সুরে সুরে।
স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ এবং এ ব্যাপারে জনসচেতনতা তৈরি করতে একটি প্রকল্প (ইলেক্ট্রনিক ডাটা ট্রাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার নির্ণয় কর্মসূচি বা ইপিসিবিসিএসপি) হাতে নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে সম্প্রতি জনসচেতনতামূলক পৃথক দুটি জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন এলিটা ও কোনাল। এগুলো লিখেছেন সোমেশ্বর অলি।
স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সারের প্রতিকার নিয়ে রচিত দুটি জিঙ্গেলে সুর ও সংগীতায়োজন করেছেন সাজ্জাদ কবীর। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাঢোল। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক জানান, বিভিন্ন মাধ্যমে বার্তা পাঠিয়ে নারীদের স্বাস্থ্য সচেতন করা হচ্ছে। এমন মহৎ কাজে ভবিষ্যতেও তারা যুক্ত থাকতে চান।
এই প্রকল্পের পরিচালক হিসেবে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. আশরাফুন্নেসা। তিনি মনে করেন, স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এই প্রকল্পের কাজ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। গান-নাটক প্রভৃতি মাধ্যমে সঠিক তথ্যগুলো দ্রুত প্রচার করা সম্ভব।
এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন বিএসএমএমইউ-এর কল্পোস্কপিস্ট ও পাবলিক হেলথ এক্সপার্ট ডা. সাদিয়া মাহবুবা রিপা ও বায়োমেডিকেল ইঞ্জিনিয়ার মো. তাওহিদ-উল-হাসান। তারা জানান, অচিরেই বিভিন্ন প্রচার মাধ্যমে দেখা যাবে প্রকল্পের জন্য নির্মিত টিভিসি, ডকুড্রামা ও ফিলারগুলো।
Leave a Reply
Your identity will not be published.