এই পৃথিবীর ঘাসের ওপর আর নেই কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী। তিনি সুতোর ওপারে চলে গেছেন, ২৮ আগস্ট।
১৯৪৮ সালের ১৬ আগস্ট গাজীপুরের দক্ষিণ বাগে জন্ম নেওয়া বুলবুল চৌধুরীর প্রথম গ্রন্থ ‘টুকা কাহিনী’ (১৯৬৮)। গল্পগ্রন্থটি সেই সময় বেশ আলোড়ন ফেলেছিল সাহিত্যামোদীদের মধ্যে। কেননা এ ছিল বুলবুল চৌধুরীর নতুন আদলের সাহিত্যকর্ম। এখানে মূর্ত হয়ে উঠেছে প্রান্তিকবাসী মানুষ ও তাদের জীবন।
বুলবুল চৌধুরীর কথাসাহিত্য সম্পর্কে অল্প কথায় বলা যায়, তাঁর অধিকাংশ লেখায় গ্রামীণ জীবন নানা আঙ্গিকে উপস্থাপিত, তেমনই নগরের জটাজালও অনন্য বিচিত্রতায় উঠে এসেছে। গল্প-উপন্যাসের ভাষা সহজ। আর অধিকাংশ লেখায়ই লেখকের জীবন অভিজ্ঞতার ছাপ রয়েছে।
বুলবুল চৌধুরীর গল্পগ্রন্থগুলোর মধ্যে রয়েছে টুকা কাহিনী, পরমানুষ, মাছের রাত, চৈতার বউ গো। উপন্যাস অপরূপ বিল ঝিল নদী, কহকামিনী, তিয়াসের লেখন, অচিনে আঁচড়ি, মরম বাখানি, এই ঘরে লক্ষ্মী থাকে, ইতু বৌদির ঘর, দখিনা বাও, জলটুঙ্গি, পাপপুণ্যি, ঘরবাড়ি, দম্পতি, বলো কি অনুভব।
আত্মজৈবনিক গ্রন্থের মধ্যে রয়েছে আঁকিবুকি, অতলের কথকথা।
এ ছাড়া বুলবুল চৌধুরী কয়েকটি কিশোর গ্রন্থেরও রচয়িতা। বইগুলো হলো: লাল কমল নীল কমল, ভালো ভূত, অলির বিশ্বকাপ, পরীর পরী, গাঁওগেরামের গল্পগাথা, নেজাম ডাকাতের পালা, প্রাচীর গীতিকার গল্প।
সাংবাদিকতার সঙ্গেও বুলবুল চৌধুরী সম্পৃক্ত ছিলেন। দৈনিক সমকালসহ বিভিন্ন দৈনিকে কাজ করেছেন।
সাহিত্য ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ আবদানের স্বীকৃতি হিসেবে বুলবুল চৌধুরী লাভ করেছেন একুশে পদক (২০২১), ব্র্যাক ব্যাংক ও সমকাল সাহিত্য পুরস্কার (২০১৩), বাংলা একাডেমি পুরস্কার (২০১১), হুমায়ুন কাদির স্মৃতি পুরস্কার (১৯৯৬)। এছাড়া ২০১৯ সালে তাঁর জন্মদিন উপলক্ষে তাঁকে নিয়ে ‘ধোঁয়ার অন্তর্গত মানুষ’ শিরোনামে একটি গান লিখেন ধ্রুব এষ। এতে কণ্ঠ, সুর ও সংগীতের কাজ করেছেন সংগীতশিল্পী সৌর।
Leave a Reply
Your identity will not be published.