পাখি উড়ে যায় কিন্তু তার পালক পড়ে থাকে। মানুষ চলে গেলেও তার চিহ্ন রয়ে যায়। সৃজনশীল মানুষের ক্ষেত্রে তো একথা আরও বেশি সত্য।
কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদও না-ফেরার দেশে চলে গেছেন কিন্তু রেখে গেছেন তাঁর অজস্ত্র সৃষ্টি। গল্প, উপন্যাস, টিভি নাটক, চলচ্চিত্র, গান...। এইসব সৃষ্টির মধ্য দিয়েই হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন তাঁর পাঠক, অনুরাগী ও স্বজনদের মাঝে।
আজ ১৯ জুলাই হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে অন্যপ্রকাশের ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেইজে এক লাইভ আড্ডার আয়োজন করা হয়েছে বাংলাদেশ সময় রাত ১০টায়। ফরহাদ হোসেনের গ্রন্থনা ও পরিকল্পনায় এই আড্ডায় অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, মুন্নী সাহা এবং কবি-লেখক ও দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি।
লাইভ আড্ডাটি উপস্থাপনা করবেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন।
Leave a Reply
Your identity will not be published.