হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে লাইভ আড্ডা

হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবসে লাইভ আড্ডা

পাখি উড়ে যায় কিন্তু তার পালক পড়ে থাকে। মানুষ চলে গেলেও তার চিহ্ন রয়ে যায়। সৃজনশীল মানুষের ক্ষেত্রে তো একথা আরও বেশি সত্য।

কিংবদন্তি কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদও না-ফেরার দেশে চলে গেছেন কিন্তু রেখে গেছেন তাঁর অজস্ত্র সৃষ্টি। গল্প, উপন্যাস, টিভি নাটক, চলচ্চিত্র, গান...। এইসব সৃষ্টির মধ্য দিয়েই হুমায়ূন আহমেদ বেঁচে থাকবেন তাঁর পাঠক, অনুরাগী ও স্বজনদের মাঝে। 

আজ ১৯ জুলাই হুমায়ূন আহমেদের নবম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে অন্যপ্রকাশের ফেসবুক গ্রুপ ও ফেসবুক পেইজে এক লাইভ আড্ডার আয়োজন করা হয়েছে বাংলাদেশ সময় রাত ১০টায়।  ফরহাদ হোসেনের গ্রন্থনা ও পরিকল্পনায় এই আড্ডায় অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সৈয়দ ইশতিয়াক রেজা, মুন্নী সাহা এবং কবি-লেখক ও দৈনিক সমকালের ভারপ্রাপ্ত সম্পাদক মুস্তাফিজ শফি। 

লাইভ আড্ডাটি উপস্থাপনা করবেন এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ. ই. মামুন।   

Leave a Reply

Your identity will not be published.