টিভি ধারাবাহিকে মিঠুন

টিভি ধারাবাহিকে মিঠুন

১৯৭৬ সালে মৃণাল সেনের ‘মৃগয়া’র মাধ্যমে চলচ্চিত্রের আলো-ছায়ার জগতে পা রাখেন মিঠুন চক্রবর্তী। আর এই সূত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন। অতঃপর অনেক সংগ্রাম করে বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করেন। পাশাপাশি পশ্চিমবঙ্গের বাংলা সিনেমায়ও অভিনয় চালিয়ে যান তিনি।

গত কয়েক বছর হলো, মিঠুন চক্রবর্তীকে টিভির বিভিন্ন ডান্স রিয়েলিটি শোতে দেখা যাচ্ছে বিচারকের ভূমিকায়। মাঝে একবার ‘দাদাগিরি’র উপস্থাপক হিসেবেও তাকে দেখা গিয়েছিল। দেখা গিয়েছিল ‘বিগ বস’-এর বাংলা সংস্করণ ও ‘রান্নাঘর রকস্টার’-এর উপস্থাপক হিসেবে। কিন্তু কখনোই টিভির কোনো ধারাবাহিকে মিঠুন অভিনয় করেন নি।

এবার মিঠুনকে দেখা যাবে টিভি ধারাবাহিকে, স্টার প্লাস-এর নতুন ধারাবাহিক ‘চিকু কী মাম্মি দুর কী’তে। এখানে তিনি নিজের ভূমিকায়ই অভিনয় করবেন। সম্প্রতি ধারাবাহিকটির প্রোমোও প্রচারিত হচ্ছে, যেখানে দেখা যায় মিঠুন শটের আগে পরিচালকের নির্দেশ শুনছেন এক মনে, দেয়ালে সারি দিয়ে টাঙানো নিজের যুবক বয়সের নানা ছবি মগ্ন হয়ে দেখে চলেছেন।

‘চিকু কী মাম্মি দুর কী’ ধারাবাহিকের মূল চরিত্রে আছে এক কিশোরী। নাম চিকু। ওর স্বপ্ন হলো নাচ করে খ্যাতি অর্জন করা। বলা যায়, নাচই তার ধ্যান-জ্ঞান। কিশোরীটির মা আছেন। কিন্তু তিনি মেয়ের সঙ্গে থাকেন না।

ধারাবাহিকটির চিত্রনাট্য শুনে মিঠুনের এতই ভালো লাগে যে তিনি একবাক্যে রাজি হয়ে যান অভিনয় করার প্রস্তাবে। আসলে এটিকে তিনি শুধু একটি কাজ হিসেবে দেখছেন না। ধারাবাহিকটির গল্পের সঙ্গে নিজের ফেলে আসা জীবনের সংগ্রামের মিল খুঁজে পেয়েছেন। তাই এখানে কাজ করছেন খুবই অল্প পারিশ্রমিকে। এতে পরিচালক থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ- সবাই খুশি হয়েছে। আর মিঠুনের ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছে টিভি ধারাবাহিকে তাদের প্রিয় তারকাকে দেখবে বলে।    

Leave a Reply

Your identity will not be published.