ঐতিহ্যবাহী পত্রিকা পাক্ষিক অন্যদিন এখন অনলাইনে। কাগজ ও ওয়েব- দুই মাধ্যমেই পড়া যাচ্ছে পত্রিকাটি। ঈদুল ফিতর উপলক্ষে এরই মধ্যে প্রকাশ হয়েছে এর বিশেষ সংখ্যা। এতে রয়েছে বিশিষ্ট ও সমকালীন লেখকদের গল্প, কবিতা, উপন্যাসসহ বিভিন্ন ধরনের রচনা।
অন্যদিন সম্পাদক মাজহারুল ইসলাম জানান, গত দু' বছর করোনার কারণে সম্ভব হয় নি ঈদসংখ্যার মুদ্রিত ভার্সন প্রকাশ। এ বছর পুরনো ঐতিহ্যে ফিরেছে অন্যদিন ঈদসংখ্যা। বৈচিত্র্যের বর্ণিল সম্ভার আর দেশসেরা লেখকদের লেখা নিয়ে আবারও এসেছে অন্যদিন। অন্যদিন-এর বিপুল সংখ্যক প্রবাসী পাঠকদের সুবিধার্থে ম্যাগাজিনটি অনলাইনেও পড়া যাচ্ছে।
'অন্যদিন ঈদ ম্যাগাজিন ২০২২' অনলাইনে পড়তে ক্লিক করুন এখানে ঈদ সংখ্যা ২০২২। প্রবাসীদের জন্য এর মূল্য ধরা হয়েছে ২.৯৯ ডলার। দেশের পাঠকগণ অনলাইনে কিনতে পারবেন ১০০ টাকায়।
Leave a Reply
Your identity will not be published.