রদ্রির হাতে ব্যালন ডি’অর

রদ্রির হাতে ব্যালন ডি’অর

কে পাবেন ব্যালন ডি’অর ২০২৪-  এ নিয়ে শুরু থেকে আলোচনায় ছিলেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস ‍জুনিয়র। ফুটবল বিশ্বে ব্যক্তিগত অর্জনের দিক বিবেচনায় সবচেয়ে বড় পুরস্কারের অন্যতম ব্যালন ডি’অর। ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় এটিকে।  অবশেষে অবসান হলো সব জল্পনার, ২০২৪ সালের ব্যালন ডি’অর জিতলেন ম্যানচেস্টার সিটির স্প্যানিশ ফুটবলার রদ্রি ‍যিনি স্পেন ও ম্যানচেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রি। 

অনুষ্ঠান শুরুর আগে কালো স্যুট, বুট বো-টাইয়ের রদ্রি এলেন ক্রাচে ভর করে। গত মাসে প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন তিনি। প্রেমিকা লরার সামনেই উঁচিয়ে ধরলেন ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর।  

গত মৌসুমে স্পেনের হয়ে জিতেছেন ইউরো। তারপর ম্যানচেস্টার সিটির হয়ে জিতেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা। মৌসুমজুড়েই ছিল তার অসাধারণ পারফরম্যান্স।  
 
দীর্ঘ ৬৪ বছর পর এই প্রথম ছেলেদের ব্যালন ডি’অর জিতলেন স্পেনের কোনো খেলোয়াড়। ২৮ অক্টোবর রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হয় ২০২৪ সালের ব্যালন ডি’অর জয়ীর নাম। 

পুরস্কার পেয়ে স্প্যানিশ ভাষায় রদ্রি বললেন, ‘আমি, আমার পরিবার ও দেশের জন্য খুব বিশেষ একটি দিন।’ প্রেমিকা লরাকেও ধন্যবাদ জানালেন। এদিন ছিল এই জুটির অষ্টম বার্ষিকী। এমন দিনে ব্যালন ডি’অর জয়! ভালোবাসার মানুষের জন্য এ নিশ্চয়ই দারুণ উপহার! 

ভিনিসিউস জুনিয়রসহ শর্টলিস্টে থাকা ২৯ তারকা ফুটবলারকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছেন রদ্রি। রদ্রি গত মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে খেলেছেন ৬৩টি ম্যাচ। যেখানে গোল করেছেন ১২টি, অ্যাসিস্ট ১৬টি। ওই মৌসুমে তার দখলে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও স্পেনের জার্সিতে ইউরো চ্যাম্পিয়নশিপ। ক্লাব আর জাতীয় দলে সমান পারফরম্যান্সের বিচারেই ব্যালন ডি’অর পাওয়ার দৌড়ে এগিয়ে গেলেন রদ্রি। 
 
এদিকে সর্বোচ্চ ৫২ গোলের জন্য গার্ড মুলার ট্রফি জিতেছেন গত মৌসুমে পিএসজিতে খেলা এমবাপ্পে। সমান গোল করে যৌথভাবে এই পুরস্কার জেতেন হ্যারি কেইনও। 
 
গত দুই দশক রাজত্বের পর এবার প্রথমবারের মতো ব্যালন ডি’অরের তালিকায় ছিলেন না দুই চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ১৯৫৬ সাল থেকে ফ্রান্স ম্যাগাজিনের পক্ষ থেকে দেয়া ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ এই পুরস্কারে তাদের মতো এমন লম্বা সময় ধরে দাপট ছিল না কারও। সেই অধ্যায় পেরিয়ে এবার সম্পূর্ণ নতুন তারকা-যুগের সূচনা ঘটেছে।

Leave a Reply

Your identity will not be published.