আজ শিল্পকলায় নিথর মাহবুবের একক মূকাভিনয়

আজ শিল্পকলায় নিথর মাহবুবের একক মূকাভিনয়

আজ সন্ধ্যা ৭টায় ঢাকার সেগুনবাগিচাস্থ বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ হলে মঞ্চায়ন হবে নিথর মাহবুবের একক মূকাভিনয় ‘রক্তে আগুন লেগেছে’। এক ঘণ্টার অধিক দীর্ঘ এই মূকাভিনয় প্রযোজনাটি। যেখানে থাকছে নির্বাক ভাষায় সমাজ ও জীবনের গল্প।

মূকাভিনয় শব্দহীন ভাষায় বলে দেয় জীবনের সবচেয়ে উচ্চকিত প্রতিবাদ, সবচেয়ে নিঃশব্দ ভালোবাসা আর সবচেয়ে গভীর যন্ত্রণা। এই ব্যতিক্রমী শিল্পমাধ্যমকে কেন্দ্র করে বাংলাদেশে যে আন্দোলন ও অভ্যুত্থান ঘটে চলেছে, তারই অনন্য এক উপস্থাপন ‘রক্তে আগুন লেগেছে’।

এটি নিথর মাহবুব-এর একক মূকাভিনয়। লেখা, নির্দেশনা ও অভিনয়Ñ সবই তাঁর নিজের। তবে এটি কেবল একটি পারফরম্যান্স নয়, বরং সময়ের বাস্তবতা, প্রতিবাদ, বঞ্চনা ও আশার এক মৌন ভাষ্য।

এই মাইম শো-এর শিরোনামের গল্প গড়ে উঠেছে ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে। একটি সময়, একটি তরঙ্গ, একটি জাতিগত চেতনা, এই আন্দোলন যেন সমাজের অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে এক নির্ভীক উচ্চারণ হয়ে উঠেছিল। আর সেই সত্যকে নিথর মাহবুব তুলে ধরেছেন তাঁর নিজস্ব ভাষায়, নির্বাকের ভাষায়।

এই সন্ধ্যায় আরও পরিবেশিত হবে তাঁর কিছু জনপ্রিয় ও নতুন খণ্ড মূকাভিনয়। প্রতিটি পরিবেশনা একটি গল্প, একটি প্রতিবাদ, একটি সমাজচিত্র, যা বলবে অবহেলিতদের কথা, অন্যায়ের বিরুদ্ধে মৌন চিৎকার আর বৈষম্যের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা মানুষের মননচিত্র।

এই পারফরম্যান্স উৎসর্গ করা হয়েছে ২৪-এর আন্দোলনের সব যোদ্ধাদের, যারা অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়েছিল, কণ্ঠে আওয়াজ তুলেছিল এবং ইতিহাসের পাতায় নিজেদের জায়গা করে নিয়েছে। নিথর মাহবুব ও মাইম আর্টের পক্ষ থেকে এই শো যেন তাদের প্রতি এক নীরব শ্রদ্ধার্ঘ।

সহকারী নির্দেশনা ও ফটোগ্রাফিতে  ফয়সাল মাহমুদ, মিউজিক পরিকল্পনা ও প্রয়োগে শুভাশীষ দত্ত তন্ময়। নেপথ্যে থাকছেন নেথ্যে লেমন, টুটুল, রিপন, অনিক, রবিন, ব্যাপ্তি আলমগীর প্রমুখ

নিথর মাহবুব, বাংলাদেশের শিল্প-সংস্কৃতি অঙ্গনের একটি সুপরিচিত নাম। মূকাভিনয় শিল্পে যিনি গড়ে তুলেছেন স্বতন্ত্র এক অবস্থান। ‘মূ-কাকু’ নামেও তিনি শিশু-কিশোরদের কাছে জনপ্রিয়। মূকাভিনয়ের পাশাপাশি তিনি টেলিভিশন নাটক, সিনেমা এবং বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেন। ২০১১ সালে মাইম আর্ট-এর ব্যানারে মঞ্চে আনেন তাঁর পূর্ণাঙ্গ একক মূকাভিনয় প্রযোজনা ‘লাইফ ইজ বিউটিফুল’, যা তাঁকে এনে দেয় ব্যাপক পরিচিতি ও প্রশংসা।

Leave a Reply

Your identity will not be published.