জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে জুটি বেঁধে কয়েকটি নাটকে অভিনয় করেছেন আফরান নিশো। এবার নতুন কাজে পাওয়া গেল এই দুই তারকাকে। একসঙ্গে একাধিক বিজ্ঞাপনে মডেল হয়েছেন তিশা ও নিশো।
'সুড়ঙ্গ' সিনেমার মধ্য দিয়ে নতুন করে আলোচনায় আফরান নিশো। চলচ্চিত্রে নিয়মিত হওয়ার ঘোষণা দিয়ে নাটক প্রায় ছেড়েই দিয়েছেন তিনি। দ্বিতীয় ছবি 'দাগী'র অনানুষ্ঠানিক ঘোষণা এলেও শুটিং শুরু হয় নি এখনো। কাজ বা অন্যান্য কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমন দেখা যায় না নিশোকে। অবশেষে তিশার সঙ্গে নতুন বিজ্ঞাপনে হাজির তিনি।
অন্যদিকে নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। একাধিক কাজের খবর জানাচ্ছেন তিনি। এরই একটি নিশোর সঙ্গে বিজ্ঞাপন। স্বাস্থ্যসেবা সংক্রান্ত একাধিক সমাধান নিয়ে একটি অ্যাপের প্রচারে কয়েকটি বিজ্ঞাপনে দেখা যাচ্ছে তিশা ও নিশোকে। ঘরে বসেই জরুরিসেবা তথা প্রেশক্রিপশন, ওষুধ, মেডিকেল টেস্ট, ন্যানি, কেয়ার গিভিং পাওয়া যাচ্ছে- ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনে এসব বার্তা ছড়িয়ে দিচ্ছেন তারা।
গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস-এর উদ্যোগে তৈরি হয়েছে অ্যাপ 'সুখী'। এরই প্রচারে অংশ নিয়েছেন তিশা ও নিশো।
Leave a Reply
Your identity will not be published.