ধরুন আপনার ড্রইংরুমটি একেবারেই এলেবেলে গোছের। প্রাণহীন কিছু আসবাবপত্র ঘরটাকে আরও নিষ্প্রাণ করে তুলেছে। ঘরে ঢুকতে আপনার নিজেরই ভালোই লাগে না। আপনার জন্য পরামর্শ হচ্ছে, ঘরের এক কোনায় ছোট একটি গাছ রাখুন। দেখবেন প্রাণহীন ঘর হয়ে উঠছে প্রাণবন্ত। দেখতেও ভালো লাগবে, পাশাপাশি ঘরে ঢুকতেই সতেজ হবে মন। তবে সমস্যা হলো এ ধরনের গাছ বাঁচিয়ে রাখতে হলে আপনাকে সময় দিতে হবে এবং বেশ পরিশ্রমও করতে হবে। তাহলেই দেখবেন আপনার ঘরের এক কোণাতেই আপনি পাচ্ছেন স্নিগ্ধ সবুজের ছোঁয়া।
- প্রতিদিন নয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে আপনার ঘরের গাছের প্রতি মনোযোগ দিন। গাছের হলুদ হয়ে যাওয়া পাতাগুলো কেটে ছেঁটে ফেলে দিন। খেয়াল রাখবেন পাতাটি যেন গোড়া থেকে কাটা হয়।
- নির্দিষ্ট সময়ে গাছে পানি দেবেন, পানি দেওয়ার সময় ঝাঝরি বা হাতে পানি নিয়ে গাছে ছিটিয়ে দেবেন এবং গাছের পাতা মাঝে মাঝে ধুয়ে দেবেন।
- গাছের জন্য রোদ খুবই অপরিহার্য। যে গাছগুলো ঘরের মধ্যে থাকে এবং রোদ পায় না সেগুলোকে সকালে নিয়ম করে রোদে রাখতে হবে।
- পানি দেওয়ারও নিজস্ব কিছু নিয়মকানুন আছে। পানি দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন গাছের গোড়ায় অতিরিক্ত পানি জমে না থাকে। ক্যাকটাস জাতীয় গাছে নিয়মিত পানি দেওয়ার প্রয়োজন নেই।
- দু’সপ্তাহ পর পর বড় গাছগুলোর মাটি কুপিয়ে দিন এবং আগাছা পরিষ্কার করুন। তবে খেয়াল রাখবেন গাছের শেকড় যেন ছিড়ে না যায়।
- কো্নো গাছে ছত্রাক বা সংক্রমণ দেখা দিলে তা অন্য গাছগু্লো থেকে আলাদা করে রাখুন।
- গাছের পাতার নিচে বা সম্পূর্ণ পাতায় এক ধরনের ছোট পোকার সংক্রমণ হতে পারে, যা বাতাসে উড়ে যায়। এ ধরনের পোকার আক্রমণ হলে অবশ্যই ইনসেক্ট কিলার ব্যবহার করুন। তবে ফল বা সবজির গাছে কোনো ফল থাকলে এ ধরনের ওষুধ ব্যবহার করা যাবে না।
- ফল বা মরিচ জাতীয় গাছে দু'মাস পর পর খৈল ভেজানো পানি দিন।
- গাছ লাগানোর নিয়ম হচ্ছে, একই টবে ভিন্ন প্রজাতির গাছ লাগাবেন না। এতে ফুল ধরা। এবং পরিচর্যার সমস্যা হয়।
- ঝুলন্ত গাছের ক্ষেত্রে টবে ছিদ্র না রাখাই ভালো। এক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ পানি দেওয়ার ক্ষেত্রে সচেতন হোন। যাতে অতিরিক্ত পানি শেকড়ের ক্ষতি না করে।
- নতুন গাছ লাগানোর আগে মাটি তৈরি করে নিতে হবে। ১৫ সেন্টিমিটার সাইজের টবে দুই ভাগ মাটি, এক ভাগ গোবর সার ও এক ভাগ পচা পাতার সার ভালো করে মিশিয়ে টবের মাটি তৈরি করে নিন। তারপর চারা লাগান।
- ফুল গাছগুলোর ফুল ফোটার আগে গাছের গোড়ায় গোবর ও খৈল সার দু'মুঠো করে পরপর সাত দিন দেন। বেলি বা এ জাতীয় ছোট ফুল গাছগুলো মাঝে মাঝেই ছেঁটে দিতে হবে।
- গরমের দিনে এবং সূর্যের তাপ খুব তীক্ষ হলে ক্যাকটাস ছাড়া অন্য গাছগুলো রোদে রাখবেন না। কারণ অতিরিক্ত সূর্য তাপ গাছ ও ফুলের সৌন্দর্যহানী ঘটায়।
Leave a Reply
Your identity will not be published.