বাংলাদেশের চলচ্চিত্রকার তাহরিমা খানের ‘মুন্নি’ ৭৪তম কান চলচ্চিত্র উৎসবে থিঙ্ক-ফিল্ম ইম্প্যাক্ট অ্যাওয়ার্ড জিতেছে। গত ১৩ জুলাই ছিল উৎসবের অষ্টম দিন। সেদিন স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের রিভিয়েরা টু’তে এই পুরস্কার ঘোষণা করা হয়। আসলে কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মের অন্যতম একটি প্রোগ্রামের নাম ‘দকান ডকস’। এতে ডকস-ইন-প্রোগ্রেস বিভাগের নির্বাচিত ৩২টি প্রামাণ্যচিত্র প্রকল্পের মধ্য থেকে ‘মুন্নি’ এই অ্যাওয়ার্ড জিতে নেয়।
কানে অষ্টম দিন ছিল ‘ডক ডে’। এ উপলক্ষে কান ডকস ও মার্শে দ্যু ফিল্মে সঙ্গে যৌথভাবে মোনাকো ভিত্তিক ইন্টারন্যাশনাল ইমার্জিং ফিল্ম ট্যালেন্ট অ্যাসোসিয়েশন (আইইএফটিএ) ছয়টি পুরস্কার প্রদান করেছে। এবার আইইএফটিএ অ্যাওয়ার্ড হিসেবে দশ হাজার ইউরো লাভ করেছে স্লেভেনিয়ার প্রামাণ্যচিত্র প্রকল্প ‘থেনতানি’।
উল্লেখ্য, ‘ডকস-ইন-প্রোগ্রেস’ বিভাগে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অব বাংলাদেশের সহযোগিতায় শোকেস সাউথ এশিয়ায় নির্বাচিত হয় চারটি প্রামাণ্য চলচ্চিত্র। এর মধ্যে ছিল আবু সাঈদ ইমন প্রযোজিত এবং তাহরিমা খান পরিচালিত ‘মুন্নি’। অন্য তিনটির মধ্যে নেপালের সাবিনা শ্রেষ্ঠ পরিচালিত ‘দেবী’ পেয়েছে সম্মানজনক মেনশন।
‘মুন্নি’তে মূর্ত হয়ে উঠেছে টাঙ্গাইলের একদল কিশোরী ফুটবলার এবং তাদের প্রশিক্ষক কামরুন্নাহার মুন্নির উপাখ্যান। উল্লেখ্য, মুন্নি এই কিশোরী ফুটবলার খেলোয়াড়দের বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্তির পথ তৈরিতে সাহায্য করছেন। আসলে মুন্নি নিজেও বাল্যবিবাহের শিকার। তিনি টাঙ্গাইলের বেড়াডোমায় গড়ে তুলেছেন মোনালিসা ওমেন স্পোর্টস একাডেমি। আর এই প্রতিষ্ঠানের মাধ্যমেই মুন্নি কিশোরী ফুটবল খেলোয়াড়দের সাহায্য করছেন; তাদের সংগ্রামে সহযোগিতা করছেন।
‘মুন্নি’র পরিচালক তাহরিমা খান পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুক্ত হন ফেসটাইমের মাধ্যমে। তিনি বলেন, ‘আমি খুশি ও আনন্দিত। শিগগিরই প্রামাণ্যচিত্রটির পুরো কাজ শেষ করে ফেলব। এই নির্মাণ সমাজে সত্যিকারের প্রভাব ফেলতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ জানাই বিচারকদের।’
আমরা যেভাবে একটি নারী ফুটবল দলকে দেখে থাকি, তার বাইরে গিয়ে এই প্রামাণ্য চলচ্চিত্রে পরিচালক তাহরিমা খান আরও গভীর কিছু দেখানোর চেষ্টা করেছেন। কিশোরী খেলোয়াড়দের মনের কথা, তাদের সংগ্রামের কথা তুলে ধরার চেষ্টা করেছেন তিনি; চেষ্টা করেছেন কিশোরী ফুটবলারদের স্বপ্নগুলোকে ছুঁয়ে দেখতে।
Leave a Reply
Your identity will not be published.