সালমান খান এমন এক অভিনেতা যার সঙ্গে বিভিন্ন নায়িকার প্রেম বা বিয়ের খবর ছড়িয়ে পড়ার ঘটনা এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। সবশেষ ক'দিন আগে এমন গুজবের শিকার হয়েছেন সোনাক্ষী সিনহা। এ নিয়েই চটেছেন এই সুন্দরী।
হঠাৎ করেই একটা স্থিরচিত্র নিয়ে সোরগোল শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিয়ের সাজে সালমান-সোনাক্ষী। এটি যে ফটোশপ দিয়ে করে তৈরি করা হয়েছে, তা বুঝতে দেরি হয়নি নেটিজেনদের। কিন্তু তাতেও যেন গুঞ্জন কমলো না। অনেকে তো জল্পনা শুরু করলেন সালমান ও সোনাক্ষীর বিয়ে নিয়ে। কেউ কেউ বললেন, দুবাইয়ে উড়ে গিয়েই নাকি বিয়ে করেছেন তাঁরা!
এই গুঞ্জনকেই ফুঁ দিয়ে উড়িয়ে দিলেন সোনাক্ষী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘আপনারা কি বোকা! ছবি দেখে বুঝতে পারছেন না, এটা আসলে নকল ছবি!’
২০১০ সালে সালমান খানের হাত ধরেই বলিউডে পা রাখেন শত্রুঘ্ন সিনহার কন্যা সোনাক্ষী। দুইয়ে দুইয়ে চার মিলিয়ে রসিক গুজবকারীরা সালমানের সঙ্গেই বিয়ে দেওয়া হলো এই নায়িকাকে!
Leave a Reply
Your identity will not be published.