বিপ্লবী জয়া আহসান

বিপ্লবী জয়া আহসান

শিরোনামটি পড়ে পাঠকদের কেউ অবাক হবেন, আবার কেউবা মনে মনে ভাববেন, ‘এ আর নতুন কথা কী! যাপিত জীবন, দৃষ্টিভঙ্গি, সোজাসাপ্টা কথা বলাসহ নানা কিছুতেই তো জয়া আহসান ব্যতিক্রমী। কখনো কখনো বিদ্রোহীও।’

হ্যাঁ, এ কথা সত্যি। জয়া অন্য সবার মতো নন। তিনি অনন্যা। বিদ্রোহের দ্যুতিও কখনোসখনো ছড়িয়েছেন তিনি। তবে ‘বিদ্রোহী’ তকমাটি জয়ার ক্ষেত্রে যে এবার লাগানো হয়েছে, সেটি তার সাম্প্রতিক একটি নতুন সিনেমায় যুক্ত হওয়ার জন্য।

সিনেমাটির নাম ‘কালান্তর- বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’। পরিচালক সৌকর্য ঘোষাল।  এ ছবির কাজেই এখন জয়া কলকাতায় অবস্থান করছেন। জয়া জানিয়েছেন, ছবিটির শুটিং শুরু হবে ১৮ ডিসেম্বর। শুটিং হবে কলকাতা ও ঝাড়খণ্ডে। চলছে টানা রিহার্সেল, স্ক্রিপ্ট পাঠ ও কস্টিউমের কাজ। 

‘কালান্তর- বঙ্গভঙ্গের বিপ্লবী যুগ’ প্রসঙ্গে  জয়া বলেছেন, ‘ইতিহাস নির্ভর হওয়ায় আমরা সবাই ছবিটি নিয়ে সিরিয়াস। আমাদের উপমহাদেশের জন্য বঙ্গভঙ্গ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা হলেও চলচ্চিত্রে বিষয়টি সেভাবে উঠে আসে নি। অবশেষে সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে ছবি নির্মাণ হচ্ছে, এটা আনন্দের।’

জানা গেছে, অরবিন্দ ঘোষ, বাঘা যতিনের সঙ্গে এমন সব স্বাধীনতা সংগ্রামীরা ছবিতে উঠে আসবেন, যাদের নাম অনেকেই জানেন না। ইতিহাসে তারা উপেক্ষিত।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন পূজা চট্টোপাধ্যায়  (সৌকর্য ঘোষালের স্ত্রী) ও প্রিয়ক মিত্র।

জয়া আহসান ছবিতে এক বিপ্লবীর ভূমিকায় অভিনয় করবেন। তাকে এ ছবিতে  নেয়া প্রসঙ্গে সৌকর্য ঘোষাল বলেন, ‘আমি ইতিহাসের ছাত্র। তাই চাই নি আমার ছবিতে ইতিহাসে কোনো ভুল থাকুক। সে কারণেই আবারও পরীক্ষিত অভিনেত্রী জয়া আহসানকে বেছে নিয়েছি।’

জয়া ছাড়াও ছবিতে অভিনয়শিল্পী হিসেবে রয়েছেন কৌশিক সেন, চন্দন রায় সান্যাল, ঋদ্ধি সেন, সুরাঙ্গনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। এছাড়া অরবিন্দ ঘোষ ও বাঘা যতিনের চরিত্রে দেখা যাবে নবাগত দুজন শিল্পীকে।

উল্লেখ্য, জয়া আহসানের আগে সৌকর্য ঘোষালের ‘ভূতপরী’ ও ‘ওসিডি’ সিনেমায় অভিনয় করেছেন।    

Leave a Reply

Your identity will not be published.