বাংলাদেশের নাটকের দল ম্যাড থেটার এখন অবস্থান করছে ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটিতে। উদ্দেশ্য নাটক প্রদর্শন। একটি নয়, দুটি নাটকের প্রদর্শনী নিয়ে তারা সেখানে গিয়েছে।
ম্যাড থেটারের আলোচিত দুই নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ ও ‘অ্যানা ফ্রাঙ্ক’। এগুলো ঐতিহাসিক চরিত্র-নির্ভর। রবীন্দ্রনাথ ঠাকুর ও ভিক্টোরিয়া ওকাম্পোর আর্জেন্টিনার স্মৃতি নিয়ে রচিত নাটকটি হলো ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’।
অন্য নাটকটি হলো ‘অ্যানা ফ্রাঙ্ক’। এটি দ্বিতীয় বিশ্ব যুদ্ধের ভয়াবহতা, দুঃস্বপ্ন ও মানবিক বিপর্যয়কে ডায়রির পাতায় তুলে এনে বিশ্বকে চমকে দেওয়া কিশোরীর আত্মগোপনে থাকার দিনলিপি। ম্যাড থেটারের দলপ্রধান আসাদুল ইসলাম নাটক দুটির রচয়িতা।
৩ মে শনিবার গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্র মিলনায়তনে নাটক দুটি মঞ্চস্থ হবে। গুয়াহাটিতে ম্যাড থেটারের এটি তৃতীয় সফর। এর আগে সেখানে মঞ্চস্থ হয় ‘নদ্দিম নতিম’ নাটকটি।
Leave a Reply
Your identity will not be published.