অগ্রিম টিকেট বিক্রি শুরু হয়েছে। আগামী ১২ মে বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউড বাদশা শাহরুখ খানের ছবি 'পাঠান'। বেশ কয়েকবার ঘোষণা এলেও পিছিয়ে যায় মুক্তি।
দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্ত বাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় উপমহাদেশীয় ভাষায় নির্মিত চলচ্চিত্র আমদানির সরকারি অনুমতি মেলার পর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা পড়া প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘পাঠান’। সম্প্রতি দেশে মুক্তির জন্য ছাড়পত্র পেয়েছে এটি। ১২ মে দেশের হলগুলোতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। সারা বিশ্বে ‘পাঠান’ ছবিটি ২৫ জানুয়ারি মুক্তির পর হিন্দি ছবির তালিকার ১ নম্বরে উঠে এসেছে।
‘পাঠান’ বাংলাদেশে আমদানি করেছেন অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট। তথ্য বলছে, ৮ বছর পর কোনো হিন্দি সিনেমা এ দেশে মুক্তি পাচ্ছে। এমনকি এবারও বেশ কয়েকবার তারিখ পেছানোর পর অবশেষে বাংলাদেশে ‘পাঠান’- এর মুক্তি নিশ্চিত করা হয়েছে। আগামী শুক্রবার ৮টি সিনেপ্লেক্স ও ৩২টি একক সিনেমা হল মিলিয়ে বাংলাদেশের ৪০টি প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাচ্ছে । ইতিমধ্যে ৩২টি সিনেমা হলে সার্ভার ও ই-টিকেটিং কার্যক্রম চালু করা হয়েছে।
যশরাজ ফিল্মস প্রযোজিত সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ সিনেমার মধ্য দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান বড় পর্দায় ফিরেছেন দীর্ঘ ৪ বছর পর। এর আগে শাহরুখ খান অভিনীত সিনেমা 'জিরো' বক্স অফিসে সাড়া ফেলতে পারে নি। এ অবস্থায় 'পাঠান' মুক্তি পাওয়ার পর থেকেই একের পর এক রেকর্ড ভাঙতে শুরু করে। এখন পর্যন্ত প্রথম কোনো ভারতীয় সিনেমা হিসেবে শতাধিক দেশের ২ হাজার ৫০০ এর বেশি সিনেমা হলে মুক্তি পাওয়া সিনেমাটির নাম 'পাঠান'। এ ছাড়া মুক্তির প্রথম দিনেই ভারত থেকে আয় করেছে প্রায় ৫৫ কোটি রুপি।
এ সিনেমায় আরও অভিনয় করেছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। এ ছাড়া বলিউড ভাইজান সালমান খান ছিলেন ক্যামিও হিসেবে। তবে ‘পাঠান’ মুক্তি পাওয়ার আগে তুমুল উত্তেজনার পাশাপাশি বিতর্কের ঝড়ও উঠে দীপিকার বিকিনির রং নিয়ে। ‘বেশরম রং’ গানে দীপিকা পাডুকোন গেরুয়া রঙের বিকিনি পরায় হিন্দুধর্মের অবমাননা হয়েছে বলে আওয়াজ তুলেছিল বিভিন্ন রাজনৈতিক দল। তবে রঙের আগুনে নির্মাতার স্বপ্ন পুড়ে না গিয়ে সাফল্যের রেকর্ড গড়েছে 'পাঠান'।
Leave a Reply
Your identity will not be published.