শাকিব খান বনাম শরিফুল রাজ: ঢালিউড ২০২৪

শাকিব খান বনাম শরিফুল রাজ: ঢালিউড ২০২৪

২০২৩ সাল ছিলো বাংলা চলচ্চিত্রের জন্য বেশ সন্তোষজনক একটি বছর। ২০২৩ সালে মুক্তি পেয়েছিল ৫০টিরও বেশি সিনেমা। বাণিজ্যিক ছবির বিশ্লেষণে গত বছরটি শাকিবময় ছিল। আগামী বছরে এই নায়কের প্রতিদ্বন্দ্বী বা সমকক্ষ হতে যাচ্ছেন শরীফুল রাজ। অন্তত ছবি মুক্তির সংখ্যার দিক দিয়ে সমকক্ষ হতে যাচ্ছেন শাকিব-রাজ। 

শাকিব খানের ‌'দরদ', ‌'রাজকুমার' ও ‌'তুফান'

দরদ: সুপারস্টার শাকিব খানের ‘দরদ’ মুক্তি পাবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। অনন্য মামুন পরিচালিত এ ছবি গেল বছর শেষদিকে নির্মাণ শুরু হয়, তখন থেকে প্যান ইন্ডিয়ান সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। এতে শাকিবের বিপরীতে থাকছেন বলিউডের সোনাল চৌহান। বাংলাদেশ থেকে নির্মিতব্য প্রথম কোনো সর্বভারতীয় ছবি বলা হচ্ছে এটিকে। শুটিং শেষে বর্তমানে ছবিটি পোস্ট প্রডাকশন চলছে। শুধু বাংলাদেশ নয়, ফেব্রুয়ারিতে এ ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পাবে।

রাজকুমার: হিমেল আশরাফের ছবি ‘রাজকুমার’ মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। ইতোমধ্যে বাংলাদেশের অংশের শুটিং শেষের দিকে। চলতি মাসের শেষে এর শুটিং হবে মার্কিন মুলুকে। এতে শাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। ঘোষণার পর থেকে সিনেপ্রেমীরা ‘প্রিয়তমা’র অভাবনীয় সাফল্যে ভরসা রাখছে ‘রাজকুমার’র প্রতি। নির্মাতা আত্মবিশ্বাস নিয়ে হিমেল জানিয়েছেন, ‘প্রিয়তমা’র চেয়েও বেশি সফল হবে ‘রাজকুমার’।

তুফান: সুপারস্টার শাকিব খান অভিনীত তুফান মুক্তির ঘোষণা দেয়া হয়েছে চলতি বছর ঈদুল আযহায়। এটি বানাবেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফী। পুরোপুরি অ্যাকশন ধাঁচের এ ছবিটি ঘোষণা দেয়া হয় গেল ডিসেম্বর। বিশেষ করে ‘তুফান’-এ শাকিবের প্রকাশিত লুক ভাইরাল হয়ে যায়। ঘোষণার দিনই শাকিব জানিয়েছেন, এই ছবিটি দিয়ে হয়তো বাংলা সিনেমা শতকোটি ক্লাবে ঢুকতে পারে।

শরিফুল রাজের 'ওমর', 'কাজলরেখা' ও 'দেয়ালের দেশ'

ওমর: মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ছবি ‘ওমর’ মুক্তি পাবে আগামী ঈদুল ফিতরে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। পরতে পরতে থ্রিলার ও সাসপেন্সে নির্মিত এ ছবিটি। মুক্তির আগে ছবির গানগুলো নিয়ে ইতমধ্যে দর্শক মহলে রয়েছে আগ্রহ। কারণ, এর আগে প্রজাপতি, তারকাঁটা, সম্রাট, যদি একদিন, সম্রাট বানিয়েছিলেন নির্মাতা রাজ। পাশাপাশি প্রতিটি ছবির কোনো না কোনো গান দর্শক নন্দিত হয়েছে।

কাজল রেখা: সরকারি অনুদানে ‘কাজলরেখা’ নির্মাণ করেছেন ‘মনপুরা’খ্যাত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। 'কাজলরেখা'র প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও নবাগত চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। বিভিন্ন চরিত্রে রয়েছেন রাফিয়াথ রশিদ মিথিলা, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে। সিনেমাটি ফেব্রুয়ারিতে মুক্তির কথা শোনা যাচ্ছে। 

দেয়ালের দেশ: সরকারী অনুদানে মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’-এ অভিনয় করেছেন শরিফুল রাজ ও শবনম বুবলী। গত অক্টোবরে ছবিটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত আসেনি। তবে চলতি বছর যে কোনো সময় মুক্তি পেতে পারে। আগেই 'দেয়ালের দেশ’র পোস্টার প্রকাশিত হয়েছে। ব্যতিক্রমী এমন পোস্টার নজর কাড়ে দর্শকদের।


আরিফিন শুভর 'নূর'

রায়হান রাফী পরিচালিত আরেফিন শুভ ও ঐশী অভিনীত ‘নূর’ মুক্তির কথা আছে আসছে ভালোবাসা দিবসে। তবে নিশ্চিত হওয়া যায়নি। নিরেট রোমান্টিক প্রেমের ছবি ‘নূর’-এ শুভর লুক দেখে গ্ধ হয়েছেন সবাই। গেল বছর ‘মুজিব’ ছবিতে শুভর অভিনয় ও রাফীর ‘সুড়ঙ্গ’র ছবির সাফল্যে ‘নূর’ নিয়ে বেশ আগ্রহী দর্শকরা। নির্মাতা রাফী আগেই জানিয়েছেন, ছবিতে শুভর লুক দেখে দর্শক যা ভাবছেন গল্প ঠিক উল্টো হবে। তবে ছবিটির মুক্তি নিয়ে জটিলতা দেখা দিয়েছে। 


জয়া আহসানের ‌'পেয়ারার সুবাস' ও 'ভূতপরী'


দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। জয়া অভিনীত নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ বছরের শুরুতেই মুক্তি পাওয়ার কথা। এ ছাড়া জয়ার ‘ভূতপরী’ নামে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে। মূলত এবার সৌকর্য ঘোষালের টালিউড সিনেমা ‘ভূতপরী’তে দেখা যাবে জয়াকে। আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতায় মুক্তি পাচ্ছে সিনেমাটি।


অনন্ত-বর্ষার 'নেত্রী: দ্য লিডার'


তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘নেত্রী দ্য লিডার’ চলতি বছর যে কোনো উৎসবে মুক্তি পেতে পারে। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হবে এ ছবি। এটি পরিচালনা করছেন ভারতের দক্ষিণী নির্মাতা উপেন্দ্র মাধব। আরও আছেন কবির দোহন সিং, তরুণ অরোরা, প্রদীপ রাওয়াত। এতে বর্ষা একজন রাজনৈতিক নেত্রীর ভূমিকার অভিনয় করছেন, তার দেহরক্ষীর চরিত্র করছেন অনন্ত জলিল।


মিমের 'দিগন্তে ফুলের আগুন'


‘পরাণ’, ‘দামাল’-এর পরে মিমের চাহিদা তুঙ্গে। মিম গত বছর ওয়াহিদ তারেকের ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমার শুটিং শুরু করেন। এ ছবিতে অভিনেত্রীকে দেখা যাবে পান্না কায়সারের চরিত্রে। ছবিটির মুক্তির ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে চলতি বছরই প্রেক্ষাগৃহে আসতে পারে এটি।

Leave a Reply

Your identity will not be published.