মধুমিতা চক্রবর্ত্তীর গ্রন্থ উন্মোচনে মুহম্মদ জাফর ইকবাল

মধুমিতা চক্রবর্ত্তীর গ্রন্থ উন্মোচনে মুহম্মদ জাফর ইকবাল

‘তবুও নক্ষত্র’, ‘নীরার নয় মাস’, ‘বিমূর্ত যাতনা’, ‘একাকী’, ‘যেন ভুলে না যাই’ প্রভৃতি গ্রন্থের রচয়িতা মধুমিতা চক্রবর্ত্তী। অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে জনপ্রিয় এই কথাসাহিত্যিক প্রকাশ করেছেন স্মৃতিকথাধর্মী বই 'খেলা ভাঙার খেলা'। এক্সক্লুসিভল এই ই-বুকটি উন্মুক্ত করা হয়েছে বইঘর অ্যাপ-এ। 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমি প্রাঙ্গণের বইঘর স্টলে বইটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল ও বাংলাঢোল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক। 

অনুষ্ঠানে মুহম্মদ জাফর ইকবাল বলেন, 'আমি খুব আনন্দিত যে, তার স্মৃতিকথাধর্মী বইটি বের হয়েছে। এরচেয়েও বেশি আনন্দ পেয়েছি এ কারণে যে, কাগজে নয়, তার বইটি ইবুক আকারে এসেছে।'

ইবুকের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ‌'ইবুুুুক আমাদের দেশে নতুন শুরু হয়েছে। আমরা স্বীকার করি বা না করি, মানি বা না মানি আস্তে-ধীরে ইবুক কাগজের বইয়ের সমান পর্যায়ে চলে আসবে।'

মধুমিতা চক্রবর্ত্তী বলেন, 'অনুষ্ঠানে জাফর ইকবাল স্যারকে পেয়ে আমি যারপরনাই আনন্দিত। আমি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না।'

বইটি সম্পর্কে তিনি বলেন, 'এটি আমার চাকরি জীবনের খেলা, সেটার শেষ পর্বের কথা, এক বছর আট মাস সময়, যখন প্রিন্সিপাল ছিলাম। তখন তুমুল জঙ্গীবাদের সময়...। আমি আমার ছাত্রদের শিল্প-সাহিত্যের সঙ্গে এমনভাবে জড়িয়ে রেখেছিলাম যেন জঙ্গীবাদ ওদের স্পর্শ করতে না পারে।'

মধুমিতা ছাত্র জীবনে কবিতা লিখতেন। পরিচিত পরিমণ্ডলে কবি হিসেবে রয়েছে সুখ্যাতি। মধুমিতার জন্মস্থান চাঁদপুর হলেও বেড়ে উঠেছেন সিলেটে। চা-বিজ্ঞানী পিতার কর্মসূত্রে তাঁর শৈশব, কৈশোর ও যৌবনের অধিকাংশ সময় কেটেছে শ্রীমঙ্গলের অদূরে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্র এলাকায়। তিনি লেখাপড়া করেছেন শ্রীমঙ্গল বালিকা বিদ্যালয়, এম সি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে।

Leave a Reply

Your identity will not be published.