নাসির আলী মামুনকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘ছায়াবন্দনা’

নাসির আলী মামুনকে নিয়ে প্রামাণ্যচিত্র ‘ছায়াবন্দনা’

বাংলাদেশের পোর্ট্রেট ফটোগ্রাফির জনক ও আলোকচিত্রশিল্পী নাসির আলী মামুনকে নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি হয়েছে। যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি নির্মাতা মকবুল চৌধুরীর বানানো এই প্রামাণ্যচিত্রের নাম দেয়া হয়েছে ÔNasir Ali Mamun In praise of ShadowsÕ বা ‘ছায়াবন্দনা’।

৬৫ মিনিট দৈর্ঘ্যরে প্রামাণ্যচিত্রটি আলোকচিত্রী নাসির আলী মামুনের জীবন ও কর্ম নিয়ে একটি বিস্তারিত কাজ বলে জানিয়েছেন নির্মাতা। একজন নিরলস শিল্পীর শ্রম, সংগ্রাম ও ধ্যানের যাত্রা তুলে আনা হয়েছে এই প্রামাণ্যচিত্রে।

নির্মাতা মকবুল চৌধুরী বলেন, ‘গত পাঁচ বছর ধরে এই চলচ্চিত্রটির সাথে আমার বসবাস। অবশেষে ছবিটি প্রদর্শনের সব আয়োজন শেষ হলো। কিশোর বয়স থেকে যে আলোকচিত্রী আমার আগ্রহ কেড়ে নিয়েছেন, সেই নাসির আলী মামুনের জীবন ও কর্ম নিয়ে একটি বিস্তারিত কাজ।’

তার ভাষ্য, ‘পোর্ট্রেট ফটোগ্রাফিতে এক নিজস্ব স্বকীয়তার নির্মাতা নাসির আলী মামুনের ফটোগ্রাফিক যাত্রা একজন নিরলস শিল্পীর শ্রম, সংগ্রাম ও ধ্যানের যাত্রা।’

আগামী ১০ মে বিকেল ৪টায় ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই প্রামাণ্যচিত্রের প্রদর্শনী হবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।

Leave a Reply

Your identity will not be published.