তারাদের কারাবাস!

তারাদের কারাবাস!

জীবন মানেই উত্থান-পতন। শিল্পীজীবন তো আরও বেশি বর্ণাঢ্য, ঘটনাবহুল। ক্যারিয়ারের চড়াই-উৎরাই পেরিয়ে একজনকে কাঙ্খিত লক্ষে পৌঁছাতে হয়। আসুন জেনে নেয়া যাক কয়েকজন শোবিজ তারকার বর্ণাঢ্য জীবনের ঘটনা, যারা কাজ দিয়ে মানুষের মন জয় করলেও ব্যক্তিগত কারণে আলোচনা, সমালোচনার শিকার হয়েছেন। বিস্ময়কর হলেও সত্যি, কাউকে কাউকে কারাগারে যেতে হয়েছে, খাটতে হয়েছে জেল। 

জেমস
রকতারকা জেমস সম্পর্কে ভক্তদের জানার আগ্রহ থাকলেও তিনি অনেকটা দূর আকাশের তারার মতোই, মিডিয়াকে ঠিক ধরা দিতে চান না। ফলে কনসার্টে তার গানের সঙ্গে নেচেগেয়েই সন্তুষ্ট থাকতে হয়। অনেকেই হয়তো ভুলে গেছেন যে, এই জেমস জেল খেটেছিলেন! প্রেমের কারণে তাকে এই শাস্তি মাথা পেতে নিতে হয়েছিল।  

প্রথম স্ত্রী রথির সঙ্গে জেমসের সংসার ভালোই চলছিল। কে জানতো নতুন প্রেমে মন মজে যাবে, এমন কেউ আসবে, যার জন্য যেতে হবে জেলে! নগরবাউলখ্যাত জেমসের জেলে যাওয়ার ঘটনাটি ঘটে ২০০২ সালে। প্রভাবশালীর কন্যা বেনজীরের সঙ্গে জেমসের প্রেমের সম্পর্ক বিয়েতে গড়িয়েছিল। বেনজীরের বাবা চাননি, প্রায় দ্বিগুণবয়সী ও বিবাহিত কারোর সঙ্গে  তার কন্যা সংসার করুক। অপহরণ মামলা টুকে দিয়েছিলেন তিনি। ব্যস, জেলে যেতে হয়েছিল জেমসকে। অবশ্য প্রেমেরই জয় হয়েছিল এই ঘটনায়। আদালতে বেনজীর প্রেমের নজিরই রেখেছিলেন। অচিরেই মুক্তি পেয়েছিলেন জেমস।

আসিফ আকবর
শোবিজের আলোচিত ঘটনার মধ্যে অন্যতম হচ্ছে, জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের কারাবাস। ২০১৮ সালে তথ্যপ্রযুক্তি আইনের এক মামলায় আসিফকে গ্রেফতার করা হয়েছিল। এ নিয়ে চারদিকে তখন তোলপাড়। আসিফ-ভক্তরা তখন বেশি খেপে গিয়েছিলেন। অবশ্য প্রিয় শিল্পীর গ্রেফতার-কাণ্ডে হৃদয়ে ভেঙে গেলেও তারা আসিফের পাশে ছিলেন সব সময়। 

আরফিন রুমি
জনপ্রিয় সংগীত শিল্পী আরফিন রুমির জেলে যাওয়ার ঘটনাটি অনেকেরই মনে থাকার কথা। ওই ঘটনার পর রাতারাতি তারকাখ্যাতি হারান রুমি। জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ের ঘটনা প্রকাশ্যে এলে মামলার কবলে পড়েন রুমি। ২০১৪ সালে যৌতুক দাবি ও নারী নির্যাতনের অভিযোগে প্রথম স্ত্রী লামিয়ার করা মামলায় কণ্ঠশিল্পী আরফিন রুমিকে কারাগারে পাঠানো হয়। ২০০৮ সালে ভালোবেসে গায়িকা লামিয়া ইসলাম অনন্যার সঙ্গে ঘর বাঁধেন গায়ক ও সংগীত পরিচালক আরেফিন রুমি। কিন্তু প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ২০১২ সালে কামরুন্নেসা নামে এক তরুণীকে বিয়ে করেন রুমি। 

পরীমণি
প্রেম, বিয়ে, বিচ্ছেদসহ নানা কারণে সমালোচিত চিত্রনায়িকা পরীমণির ষোলকলা পূর্ণ করেছিল জেলজীবন।  ২০২১ সালে র‍্যাবের হাতে তিনি আটক হয়েছিলেন। তার বাসায় বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পাওয়া গিয়েছিল। ওই মাদক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ২৬ দিন কারাগারে থাকতে হয়েছিল জনপ্রিয় এই নায়িকাকে। জেলজীবনের অভিজ্ঞতা সম্পর্কে পরী এক সাক্ষাৎকারে বলেছিলেন,  ‘জেল থেকে ভালো কিছু কি শিখব বলেন? আমি সেখান থেকে প্রচুর গালিগালাজ শিখেছি। কয়েদিরা সারাক্ষণ এটাই করত। আর কি শিখব! দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে!’

নোবেল
অল্পদিনের ক্যারিয়ারে সমালোচনাই বেশি। নাম তার নোবেল। ছোট্ট ক্যারিয়ারে তিনিও কারাবাসের মতো অভিজ্ঞতা অর্জন করেছেন। ২০২৩ সালে আলোচিত-সমালোচিত গায়ক মাঈনুল আহসান নোবেলকে আটক করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তথা ডিবি। অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে মতিঝিল থানায় করা একটি মামলায় গ্রেফতার হন তিনি। অবশ্য তারা কারাবরণ দীর্ঘায়িত হয় নি। কিছুদিনের মধ্যে জামিনে মুক্ত হয়েছিলেন নোবেল। 

তাপস
সর্বশেষ ঘটনাটি ঘটেছে অতি সম্প্রতি। উত্তরা পূর্ব থানার একটি হত্যাচেষ্টা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান ও সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।  

Leave a Reply

Your identity will not be published.