ক্রিকেটের সবচেয়ে বড় আসর ওয়ানডে বিশ্বকাপ উত্তাপ ছড়াতে শুরু করেছে। সেই উত্তাপ আরো বাড়িয়ে দিতে এবার মুক্তি দেয়া হলো বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বলে’। যার বাংলা করলে দাঁড়ায় ‘হৃদয় উদযাপন করে’।
৩ মিনিট ২১ সেকেন্ডের গানটির সুর করেছেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতম চক্রবর্তী। কণ্ঠ দিয়েছেন প্রীতম, নাকাস আজিজ, শ্রীরামা চন্দ্র, আকাশ মিশ্র, জোনিতা গান্ধী, আকসা ও চরণ।
গানটিতে একটি ট্রেনের আবহ ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে পারফর্ম করেন বলিউড অভিনেতা রণবীর সিং। রণবীরের সঙ্গে মিউজিক ভিডিওতে দেখা গেছে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মাকেও। গানটির কোরিওগ্রাফিতে ছিলেন চাহালপত্নী।
বিশ্বকাপের থিম সং ‘দিল জশন বলে’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ হওয়ার পর স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাই, অ্যাপল মিউজিক, গানা, হাঙ্গামা, উইঙ্ক, অ্যামাজন ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবে পাওয়া যাচ্ছে। এছাড়াও সমর্থকরা শিগগিরই রেডিও স্টেশন বিগ এফএম এবং রেড এফএম-এ গানটি উপভোগ করতে পারবেন। থিম সং ছাড়াও বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে নানা আয়োজন আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের।
২০১১ সালের বিশ্বকাপে থিম সং সুর করেছিলেন শঙ্কর মধুবন। যার নাম ছিল ‘দে ঘুমাকে’। সে সময় গানটি সবার মুখে মুখে ছিল। এরপর ২০১৫ সালে ‘টেল মি ইউ গট দ্য পাওয়ার’ গানটিও বেশ জনপ্রিয়তা লাভ করেছিল। এছাড়া গত বিশ্বকাপের ‘স্ট্যান্ড বাই’ গানটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
আগামী ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ভারতে উদ্বোধন হবে ওয়ানডে বিশ্বকাপের। যেখানে সব মিলিয়ে ভারতের ১০টি মাঠে হবে বিশ্বকাপের ৪৮টি ম্যাচ। এর মধ্যে অধিকাংশ ম্যাচই হবে দিবারাত্রীর। শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। বাকি ৬টি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
Leave a Reply
Your identity will not be published.