সম্প্রতি প্যারিসে অনুষ্ঠিত আন্তর্জাতিক বইমেলায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোড়ক উন্মোচন হলো আলোকচিত্র ও ভ্রমণভিত্তিক গ্রন্থ ‘প্যারিসের ছবি’ এবং রম্যগ্রন্থ ‘বলা বাহুল্য’-এর।
ফরাসি রাজধানীকে ঘিরে রচিত ‘প্যারিসের ছবি’ গ্রন্থের লেখক ফরিদ আহাম্মদ রনি। বইটিতে স্থান পেয়েছে প্যারিসের ঐতিহাসিক স্থাপনা, স্থাপত্যশৈলী, সংস্কৃতি ও জীবনধারার মনোমুগ্ধকর ছবি ও বর্ণনা। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন ভাষায় বাংলা, ইংরেজি ও ফরাসিতে প্রকাশিত এই গ্রন্থে প্যারিস শহরের রূপ, সংস্কৃতি ও অনুভূতি ধরা পড়েছে এক নিপুণ আলোকচিত্র ও বিবরণে। বইটির ফটোগ্রাফিতে উঠে এসেছে ফরাসি শিল্পীদের গড়া নন্দিত ভাস্কর্য, স্থাপনা ও শহরের বৈচিত্র্যময় সৌন্দর্য, যা ভ্রমণপ্রেমীদের জন্য হয়ে উঠেছে বিশেষ আকর্ষণ।
অন্যদিকে হাসানুজ্জামান রিপনের রম্যগ্রন্থ ‘বলা বাহুল্য’-তে তুলে ধরা হয়েছে মানুষের প্রাত্যহিক জীবনের এমন সব খুচরো ঘটনা, যেগুলোর কোনো সারবত্তা থাকে না। কিন্তু হাসানুজ্জামান রিপন সুন্দর ও সাবলীল ভাষায় সেগুলো তুলে ধরেছেন বলে পাঠকদের মন কাড়ে। তাদের আপ্লুত করে। তারা প্রতিদিনের সমস্যাজর্জরিত জীবনের মাঝে কিছুক্ষণের জন্যে হাসে। বলা যায়, এই সময়ে মানুষ হাসানোর মতো, মানুষকে আনন্দিত করার মতো কঠিন ও মহার্ঘ কাজটিই করেছেন হাসানুজ্জামান রিপন। উল্লেখ্য, হাসানুজ্জামান রিপন একজন স্বনামধন্য বিচারক। বর্তমানে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার হিসেবে কর্মরত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিএরপির মেয়র মিশেল ফোরকেড। এছাড়া উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক ও আয়েবা’র মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপীল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) হাসানুজ্জামান, আরবিদাহ এইট এহিকিটোনে (কাউন্সিলার) আলেক্সান্দ্রা রোসিনস্কি (ফটোগ্রাফার) জিন্নুরাইন জায়গীরদার, ফৌজিয়া খাতুন রানা, রবি শংকর মিত্র, সিকুয়া বাঙালি এসোসিয়েশনের সভাপতি সুরুপ সুদিয়াল, আয়েবা’র ভাইস প্রেসিডেন্ট রানা তাসলিমসহ অনেকে।
বক্তারা বলেন, “...‘প্যারিসের ছবি’ শুধু একটি বই নয়, বরং ফরাসি সংস্কৃতি ও সৌন্দর্যের এক ভিজ্যুয়াল ডায়েরি। এটি বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য প্যারিসকে নতুনভাবে চিনতে সহায়তা করবে এবং সাংস্কৃতিক বিনিময়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” তারা ‘বলা বাহুল্য’ গ্রন্থেরও প্রশংসা করেন।
‘প্যারিসের ছবি’ ও ‘বলা বাহুল্য’ গ্রন্থ দুটির প্রকাশক অন্যপ্রকাশ। অন্যপ্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলামের বরাত দিয়ে জানানো হয়েছে, বই দুটি ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।
Leave a Reply
Your identity will not be published.