প্রয়াণের ৬ বছর পর প্রকাশ হলো ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চুর নতুন গান 'ইনবক্স'। এটি 'মুহূর্তের মুহূর্তগুলো' নামের একটি অ্যালবামের গান, যেগুলো একে একে বাজারে আসবে।
২০১৪ সালে কিংবদন্তি বাংলাদেশী রকগানের আইকন আইয়ুব বাচ্চু গীতিকার নিয়াজ আহমেদ অংশুকে নিয়ে একটি নিরীক্ষামূলক উদ্যোগ নিয়েছিলেন, যেখানে তারা গানের কথা-সুরে নতুনত্ব আনবেন বলে সীদ্ধান্ত নেন। এর অংশ হিসেবে কিছু ট্র্যাকের একাধিক সংস্করণ তৈরি হয়। গানে মানুষের জীবনের মাইক্রো-মুহূর্তগুলিকে ধরার চেষ্টা থেকেই অ্যালবামের নামকরণ 'মুহূর্তের মুহূর্তগুলি'। আনুষ্ঠানিকভাবে এটি আইয়ুব বাচ্চুর শেষ স্টুডিও অ্যালবাম। এরই অন্যতম গান 'ইনবক্স' এখন সবার জন্য উন্মুক্ত।
জানা গেছে, ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে ১ ডিসেম্বর গানটির অডিও-ভিডিও প্রকাশ করে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন। গানটি উপভোগ করা যাচ্ছে, আইয়ুব বাচ্চুর নামের ইউটিউব চ্যানেলটিতে। থাকছে আইটিউনস, স্পটিফাইসহ বেশ কিছু ডিজিটাল প্ল্যাটফর্মে। ভিডিও তৈরি করেছেন তানভীর তারেক।
বেশ কয়েক বছর আগে থেকে অ্যালবামের গানগুলো তৈরির কাজ শুরু হয়। ২০১৮ সালের ১৮ অক্টোবর পাড়ি বাচ্চু জমান না ফেরার দেশে। জমে থাকা সেই গানগুলো একে একে প্রকাশ করার পরিকল্পনা নিয়েছে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন।
কী আছে 'ইনবক্স' গানটিতে? প্রিয় গায়কের সেই চিরচেনা গায়কী, গিটারের জাদু। বাড়তি সংযোজন হিসেবে শ্রোতারা পাবেন বাচ্চুর কণ্ঠে আবৃত্তি ও তার হাসির আওয়াজ।
চট্টগ্রাম শহরে জন্ম নেয়া আইয়ুব বাচ্চু কলেজ জীবনে ‘আগলি বয়েজ’ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীতজগতে যাত্রা করেন। ১৯৭৭ সালে যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। এই ব্যান্ডে ছিলেন ১৯৮০ সাল পর্যন্ত। এরপর যোগ দেন ‘সোলস’-এ। ছিলেন ১৯৯০ সাল পর্যন্ত। ১৯৯১ সালের ৫ এপ্রিলে নিজের ব্যান্ড ‘এলআরবি’ গড়েন আইয়ুব বাচ্চু।
Leave a Reply
Your identity will not be published.