আদর্শ দম্পতি হিসেবে প্রতিষ্ঠিত ছিলেন তাহসান-মিথিলা। কিন্তু এক সময় বিচ্ছেদের পথে হাঁটতে হয় তাদেরকে। মিথিলা নতুন করে সংসার বাঁধেন কলকাতার নির্মাতা সৃজিতের সঙ্গে, তাহসান ছিলেন একা। এবার তাহসানও বিয়ের কাজ সেরেছেন, সেই ঘটনা রীতিমত ভাইরাল। ভক্তরা শুভেচ্ছায় ভাসাচ্ছেন প্রিয় গায়ককে।
মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার একটি কমিউনিটি সেন্টারে আনুষ্ঠানিকভাবে তাহসান-রোজার বিয়ে সম্পন্ন হয়।
শুক্রবার (৩ জানুয়ারি) গায়েহলুদের আবহমাখা একটি ছবি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়লে নেটিজেনরা ভেবে নেন বিয়ে করছেন তাহসান। পরে সেই কথায় সত্য করে দিলেন গায়ক।
বিয়ে নিয়ে তাহসান বলেন, ‘আমাদের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে শনিবার বিয়ে হয়। বিয়ে করার পরই সবাইকে জানাতে চেয়েছি। যে কারণে আগে কাউকে কিছু বলিনি। আমরা যেন একসঙ্গে সুন্দরভাবে পথ চলতে পারি, সেই দোয়া চাই।’
এদিকে রোববার (৫ জানুয়ারি) স্বামী তাহসান খানের সঙ্গে বিয়ের একাধিক ছবি ফেসবুকে প্রকাশ করেছেন রোজা আহমেদ। যেখানে দু’জনকেই বিয়ের সাজে দেখা গেছে। তাহসানের পরনে ছিল মিষ্টি গোলাপি রঙের শেরওয়ানি, অন্যদিকে একই রঙের শাড়িতে ধরা দিয়েছেন রোজা।
ছবিগুলো প্রকাশ করে তাহসানের স্ত্রী লিখেছেন, ‘আমি চমৎকার একজন মানুষ খুঁজে পেয়েছি। সে আমার কাছে বিশ্বাস, সম্মান ও বন্ধুত্ব চেয়েছে। আমি তাকে ওয়াদা করেছি এবং একসঙ্গে ঘর বেঁধেছি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
বরিশালের মেয়ে রোজা আহমেদ। এর আগে তিনি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন, বরিশাল থেকে যুক্তরাষ্ট্রের যাওয়ার গল্পটা সহজ ছিল না। তার শৈশব কেটেছে বরিশালেই। বিয়ের পর তার পুরনো স্ট্যাটাস এখন ভাইরাল।
তাহসান আবার বিয়ে করেছেন, ভক্তরা বোধহয় এমনটাই চেয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ কারণেই শুভেচ্ছায় ভাসছেন এক সময়ের হার্টথ্রব গায়ক তাহসান।
Leave a Reply
Your identity will not be published.