অভিনেতা-পরিচালক গাজী রাকায়েত, ২০১৫ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মৃত্তিকা মায়া’ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মানদণ্ডে ১৭টি শাখায় পুরস্কৃত হয়েছিল। আর রাকায়েতের দ্বিতীয় সিনেমা ‘গোর’ বা ‘দ্য গ্রেভ’ এবারের ৯৪তম অস্কার অ্যাওয়ার্ডের মূল প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। এ ক্ষেত্রে ছবিটিকে লড়তে হবে ১২টি ক্যাটাগরিতে।
আমরা জানি, এর আগে বাংলাদেশ থেকে অস্কারে বহু সিনেমা পাঠানো হয়েছিল। তবে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ ছাড়া কোনো ছবি মনোনয়ন পায় নি, মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায় নি। এ ক্ষেত্রে বহু বছর পর আবার অস্কারে জায়গা করে নিল গাজী রাকায়েত পরিচালিত ‘দ্য গ্রেভ’ ছবিটি।
এ প্রসঙ্গে ‘দ্য গ্রেভ’-এর পরিচালক বলেন, ‘ছবিটি অস্কারের মূল প্রতিযোগিতায় ১২টি ক্যাটাগরিতে লড়াই করবে। সারাবিশ্বে অস্কারের দশ হাজার ভোটার রয়েছেন। প্রত্যেক ভোটারের কাছে এই ছবিগুলি ব্যালট আকারে পৌঁছে যাবে। যারা অধিকাংশ ভোট পাবে, তারাই পাবে পুরস্কার। এ ছাড়াও আর একটি সম্ভাবনা তৈরি করল যে, এর ফলে বাংলাদেশের দু’ একজন অস্কার ভোটার হিসেবে যুক্ত হতে পারেন।’
বাংলাদেশের পূর্ণদৈর্ঘ্য দ্বিভাষিক চলচ্চিত্র ‘গোর’ বা ‘দ্য গ্রেভ’। মূল চরিত্রে অভিনয় করেছেন গাজী রাকায়েত নিজেই। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যও তার। ছবিটি ২০২০-এর ডিসেম্বরে বাংলাদেশে মুক্তি পেয়েছিল। এর পরে ছবিটি মুক্তি পায় যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি প্ল্যাটফর্মে। আন্তর্জাতিকভাবে মুক্তি দেওয়ার জন্যই ছবিটি নির্মিত হয়েছিল দুই ভাষায়।
বলা হচ্ছে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ভাষার চলচ্চিত্র ‘দ্য গ্রেভ’। কথাটি আংশিক সত্য। কেননা স্বাধীনতা পূর্ব সময়ে নির্মিত জহির রায়হানের ‘লেট দেয়ার বি লাইট’ই হচ্ছে এ দেশের নির্মিত প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। তবে জহির রায়হানের অন্তর্ধান হওয়ার কারণে ছবিটি অসমাপ্ত থেকে গেছে।
Leave a Reply
Your identity will not be published.