খ্যাতিমান শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজের কথা কে না জানে! কিশোরদের জন্য লেখা হলেও এটি আবালবৃদ্ধবনিতা সবার কাছেই প্রিয়। এই সিরিজে রয়েছে রহস্য, রোমাঞ্চ, অ্যাডভেঞ্চার। বাংলাদেশের এক-একটি জেলার পটভূমিতে ছোটকাকুর একেকটি বইয়ের আখ্যান গড়ে উঠেছে। সেইসব জেলার তথ্যসহ এই সিরিজটি দেশপ্রেমেও পাঠকদের উজ্জীবিত করে।
ছোটকাকু সিরিজের ভক্ত-অনুরাগীদের জন্য সুসংবাদ, তারা এবার একুশের বইমেলায় অন্যপ্রকাশের প্যাভিলিয়ন (প্যাভিলিয়ন নং-২৩) থেকে সংগ্রহ করতে পারবে ‘ছোটকাকু চল্লিশ’। হ্যাঁ, এক মলাটের ভেতর তারা পাবে ছোটকাকুর চল্লিশটি বই। সংগ্রহযোগ্য এই উপহারটির মোড়ক উন্মোচন হলো আজ তেজগাঁওস্থ চ্যানেল আইয়ের স্টুডিওতে। বর্ণাঢ্য এই প্রকাশনা অনুষ্ঠানটি সরাসরি চ্যানেল আইতে প্রচারিত হয়। বইটির মোড়ক উন্মোচন করেন প্রথিতযশা অভিনেতা, নির্মাতা, লেখক ও অঙ্কনশিল্পী আফজাল হোসেন (টিভি নাটক ও চলচ্চিত্রে ছোটকাকু চরিত্রে তিনিই অভিনয় করেছেন), কবি নাসির আহমেদ, লেখক ইফতেখারুল ইসলাম এবং অন্যপ্রকাশের প্রধান নির্বাহী ও গল্পকার মাজহারুল ইসলাম। তাঁরা ‘ছোটকাকু চল্লিশ’-এর মোড়ক উন্মোচনের পাশাপাশি বক্তব্যও রাখেন। এছাড়া আরও বক্তব্য রাখেন কবি রেজাউদ্দিন স্টালিন, নাট্যকার-নির্মাতা, কথাসাহিত্যিক ও ‘আনন্দ আলো’ সম্পাদক রেজানুর রহমান এবং পাক্ষিক অন্যদিন-এর নির্বাহী সম্পাদক আবদুল্লাহ্ নাসের। বক্তারা সবাই বইটি সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন। এর মুদ্রণ ও প্রকাশনা সৌন্দর্যও তাঁদের নজর কাড়ে। আর এটি যে একটি সংগ্রহযোগ্য প্রকাশনা হয়েছে, এই কথাও তাঁরা বিশেষভাবে উল্লেখ করেন।
Leave a Reply
Your identity will not be published.