২০২২ সালে গান প্রকাশ করে সাময়িক বিরতি ভেঙেছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী কানিজ সুবর্ণা। সে সময় নিয়মিত গান করবেন জানালেও, তা ঘটেনি। সংসার ও সন্তানদের সময় দিচ্ছেন এই গায়িকা। তবে তিন বছর পর নতুন গান এসেছে কানিজের।
'একুস্টিক টেলস অ্যাট বাংলাঢোল' প্রজেক্টের প্রথম সিজনে 'প্রশ্ন' শিরোনামের গান নিয়ে এসেছেন কানিজ সুবর্ণা। সাজ্জাদ কবীরের কথা-সুরে এতে কণ্ঠ দিয়েছেন তিনি। সম্প্রতি বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হয়েছে গানটির ভিডিওচিত্র। এতে কানিজ সুবর্ণার সঙ্গে গিটার বাজিয়েছেন ইশতিয়াক রশীদ ইভান ও রাজীব আহমেদ। 'একুস্টিক টেলস অ্যাট বাংলাঢোল' প্রজেক্টের তত্ত্বাবধানে রয়েছেন মাঈনুল হক রনি।
এ প্রসঙ্গে সাজ্জাদ কবীর বলেন, 'নতুন-পুরনো শিল্পীদের নিয়ে বাংলাঢোলের এই আয়োজন এরই মধ্যে শ্রোতা-দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। এমন একটি আয়োজনে কানিজ আপুকে পেয়ে আমরা উচ্ছ্বসিত। কয়েক দিনের মধ্যে আসবে অবসকিউর ব্যান্ডের টিপু ভাইয়ের গান।’
'একুস্টিক টেলস অ্যাট বাংলাঢোল' প্রজেক্টের প্রথম সিজনে এরই মধ্যে প্রকাশ হয়েছে কৃতিত্ব, পাগল রনি, অন্নি, মুনফ্লাওয়ার প্রজেক্ট, অন্তরা রহমান, ক্ষ্যাপা বাউল যাযাবর রাসেল, এলিন ও সামিরার গান। প্রকাশের অপেক্ষায় আছে আরও কিছু গান। এদিকে দ্বিতীয় সিজনের কাজ শুরু হতে যাচ্ছে।
Leave a Reply
Your identity will not be published.