প্রসঙ্গ ‘করন-অর্জুন’ এবং শাহরুখ-সালমানের দুর্ব্যবহার

প্রসঙ্গ ‘করন-অর্জুন’ এবং শাহরুখ-সালমানের দুর্ব্যবহার

বলিউডে কাপুর, খান পরিবারদের মত্ রোশান পরিবারের অবদানও কম নয়। এই পরিবারের প্রতিষ্ঠাতা রোশান। সুরকার ও সংগীত পরিচালক। তিনি রাকেশ রোশান ও রাজেশ রোশানের বাবা। আর আমরা তো জানিই, রাকেশ রোশান স্বনামধন্য অভিনেতা এবং প্রযোজক ও পরিচালক। তাঁর ছোট ভাই রাজেশ রোশান প্রতিষ্ঠিত সুরকার। এই পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হলেন হৃতিক রোশান। জনপ্রিয় অভিনেতা। এই রোশান পরিবারকে নিয়ে নেটপ্লিক্স নির্মাণ করেছে প্রামাণ্যচিত্র ‘দ্য রোশানস’। এখানে বলিউডে রোশান পরিবারের জার্নি মূর্ত হয়ে উঠেছে। যে পরিবারের সদস্যরা গান, অভিনয় ও নির্মাণের মাধ্যমে দর্শকদের উপহার দিয়েছেন স্মরণীয় বহু চলচ্চিত্র।


সম্প্রতি মুক্তি পেয়েছে প্রামাণ্যচিত্র সিরিজ ‘দ্য রোশানস’। আর সেখানে উঠে এসেছে ‘করন-অর্জুন’ নির্মাণের সময় শাহরুখ-সালমানের সঙ্গে রাকেশ রোশানের কাজ করার তিক্ত অভিজ্ঞতা। এই সিনেমার শুটিং চলাকালে ওই দুই  তারকার খারাপ ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন রাকেশ।


রাকেশ বলেন, “সব সিনেমায়ই আমি নিশ্চিন্তে কাজ করেছি। শুধু ‘করন অর্জুন’ ছবিতে প্রথম থেকেই সমস্যা লেগে থাকত। এক এক দিন ভাবতাম, কেন এসব ঘটছে, তবুও মেনে নিতাম।”


রোশনের ভাষ্যে, “প্রতিদিন সকালে প্রার্থনা করতাম, আমি যেন মেজাজ না হারিয়ে ফেলি। এই ছেলে দুটো (শাহরুখ-সালমান) অপরিণত। ওরা যেমন আচরণ করছে করুক। আমার যেন মাথা গরম না হয়। আমার কাজটা যেন সম্পূর্ণ হয়। অবশেষে নির্দিষ্ট দিনের মধ্যেই সেই ছবির কাজ শেষ করেছিলাম।”


এসময় তিনি আরও বলেন, “সিনেমার গল্প নিয়ে কোনো আগ্রহই ছিল না সালমন ও শাহরুখের। মনে আছে, একদিন একটা দৃশ্যের শুটিংয়ের সমস্ত কিছু প্রস্তুত হয়ে গিয়েছে। কিন্তু তাদের দেখা নেই। একেবারে শেষ মুহূর্তে তারা এসেছে এবং তাড়াহুড়ো করে শুটিং করল।”


উল্লেখ্য, ‘করন অর্জুন’ সিনেমার গল্পের ওপর কোনো বিশ্বাসই ছিল না সালমান-শাহরুখের। এমনকি এই প্রামাণ্যচিত্রে শাহরুখ নিজেই স্বীকার করেছেন, তিনি সেই সময় দুর্ব্যবহার করতেন। সেই জন্য নাকি রাকেশ রোশনের স্ত্রীর কাছে বকাও খেয়েছিলেন দুই খান।

 

Leave a Reply

Your identity will not be published.