এবার বিনোদিনী হচ্ছেন শুভশ্রী

এবার বিনোদিনী হচ্ছেন শুভশ্রী

১২ বছর বয়সে গিরিশ ঘোষের হাত ধরে মঞ্চে অভিনয় করতে শুরু করেছিলেন নটী বিনোদিনী কালক্রমে তিনি বাংলা মঞ্চের অন্যতম প্রধান অভিনেত্রী হয়ে উঠেন রূপকথার মতো তাঁর জীবনকে নিয়ে কয়েকবার ভারতে পশ্চিমবঙ্গে চলচ্চিত্র নির্মিত হয়েছে ২০০৪ সালেনটী বিনোদিনী ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন দেবশ্রী রায় আবার ২০১০ সালে প্রয়াত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ নির্মাণ করেনআবহমান এই ছবির শ্রীমতি সরকার চরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান অনন্যা চট্টোপাধ্যায় অনেকে মনে করেন, নটী বিনোদিনীর আদলে শ্রীমতি সরকার চরিত্রটি তৈরি করেছিলেন ঋতুপর্ণ ঘোষ এই বছর মুক্তি পায় রামকমল মুখার্জি পরিচালিতবিনোদিনী : এক নটীর উপাখ্যান এখানে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হন রুক্সিনী মৈত্র

এবার টালিউডে আসছে নতুন ছবিলহ গৌরাঙ্গের নাম রে ছবিটি পরিচালনা করছেন সৃজিত মুখার্জি আর সেই ছবিতে অভিনয় করবেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি পরিচালকের কাছ থেকে বিশেষ বার্তাসহ এক পাণ্ডুলিপি পেলেন নায়িকা

সদ্যই সেই পাণ্ডুলিপি তথা ছবির চিত্রনাট্য শুভশ্রীকে পাঠিয়েছেন সৃজিত তাতে নিজের স্বাক্ষর দিয়ে ওপরের মলাটে পরিচালক লিখেছেন, ‘যাত্রা শুভ হোক

শোনা যাচ্ছিল, এতদিন ধরে নাকি এটারই অপেক্ষা করছিলেন শুভশ্রী নিজেকে উজাড় করে চালিয়ে যাচ্ছিলেন প্রস্তুতি নটী বিনোদিনীর আত্মজীবনীও পড়ে শেষ করেছেন অবশেষে তার হাতে পৌঁছাল চলচ্চিত্রটির চিত্রনাট্য

সৃজিতের এই নতুন ছবিলহ গৌরাঙ্গের নাম রে-তে শুভশ্রীকে দেখা যাবে বিনোদিনী রূপে তবে ছবির শুটিং শুরু হতে এখনো বেশ খানিকটা সময় বাকি এর আগে ছবির প্রযোজক রানা সরকার জানিয়েছিলেন, আগামী জুলাই মাসে ফ্লোরে যাবে ছবিটি

Leave a Reply

Your identity will not be published.