ঢালিউড অ্যাওয়ার্ডের জমকালো আয়োজন : আজীবন সম্মাননা পেলেন দিলারা জামান

ঢালিউড অ্যাওয়ার্ডের জমকালো আয়োজন :  আজীবন সম্মাননা পেলেন দিলারা জামান

এতদিন ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে। এবার ২৫তম আসরটি অনুষ্ঠিত হলো বাংলাদেশের রাজধানী ঢাকায়। গতকাল ৯ জানুয়ারি, শুক্রবার, সন্ধ্যায় চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে এক মঞ্চে মিলিত হয়েছিলেন বিভিন্ন সময়ের শিল্পী, নির্মাতা ও সংস্কৃতির সঙ্গে সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানটির আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিক অ্যান্ড প্লে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আলমগীর খান আলম জানান, এই প্রথমবারের মতো স্বদেশে মাটিতে এই আয়োজনটি করতে পেরে তিনি গর্বিত এবং আনন্দিত। তিনি আরও জানান, আগামী বছর ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হবে দুবাইতে।

মঞ্চে আলো জ্বলার সঙ্গে সঙ্গে নাচের মাধ্যমে শুরু হয় ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আয়োজনটি। ‘কাজলরেখা’ সিনেমার গান ‘ঘুমাইলা ঘুমাইলারে বন্ধু’ পরিবেশনের মাধ্যমে আসর উদ্বোধন করেন মন্দিরা চক্রবর্তী ও তাঁর দল।

এর আগে সন্ধ্যা গড়াতেই রেড কার্পেটে একে একে হাজির হন এদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখেরা। অভিনেত্রী মুনীরা মিঠু, নায়িকা রোজিনা, অভিনেত্রী তাসদিক নমিরা আহমেদ, অভিনেতা মিশা সওদাগর, শওকত আলী ইমনসহ ছিলেন নানা প্রজন্মের শিল্পীরা। উপস্থিত ছিলেন মৌ শিখা, শাহেদ শরিফ খান, কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, সাঞ্জু জন, কণ্ঠশিল্পী সালমা, জাদুশিল্পী জুয়েল আইচ ও বিপাশা আইচ, নিশি শ্রাবনী, ইয়াশ রোহান, শাহরিন সুলতানা মীম, শফিউল আলম বাবু ও তাঁর কন্যা মেলিতা মেহজাবিন অর্পা এবং অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর মতো তারকারা।

অনুষ্ঠানের শুরুতেই আবেগঘন মুহূর্ত আসে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ঘোষণার সময়। দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতি হিসেবে বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামানের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।

সারা সন্ধ্যায় সিনেমা, সংগীত, নাটক ও ডিজিটাল মাধ্যমে অবদানের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। জনপ্রিয়তার পাশাপাশি সমালোচক পছন্দ, দুই ধারাতেই সম্মাননা পেয়েছেন শিল্পীরা।

এ আয়োজনে চলচ্চিত্র বিভাগে সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে ‘উৎসব’, সেরা চলচ্চিত্র পরিচালক (সমালোচক) তানিম নূর, সেরা চলচ্চিত্র পরিচালক রায়হান রাফি, চলচ্চিত্র বিভাগে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা মিশা সওদাগর, শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী মনিরা মিঠু, সমালোচক পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেত্রী মেহজাবীন চৌধুরী, সমালোচক পুরস্কারে সেরা চলচ্চিত্র অভিনেতা আফরান নিশো, সেরা চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা ও সেরা চলচ্চিত্র অভিনেতা পুরস্কারে ভূষিত হয়েছেন শাকিব খান।

সংগীত বিভাগে সেরা ব্যান্ডের পুরস্কার পেয়েছে চিরকুট, সেরা গায়িকা দিলশাদ নাহার কনা, সমালোচক বিভাগে সেরা গায়িকা কোনাল, সেরা প্রবাসী গায়িকা রুনা নেওয়াজ, সেরা প্রবাসী গায়ক অনীক রাজ, সেরা গায়ক সমালোচক পুরস্কার ইমরান, ঢালিউড সিলভার জুবিলি পুরস্কার আসিফ আকবর, রবি চৌধুরী ও আঁখি আলমগীর, সেরা রবীন্দ্র পুরস্কার স্বপ্নীল সজীব, সেরা সংগীত পরিচালক এস আই সুমন, সেরা সংগীত পরিচালক শওকত আলী ইমন (সমালোচক পুরস্কার) ও সেরা গীতিকারের পুরস্কারে ভূষিত হয়েছেন কবির বকুল। এ ছাড়া সেরা অর্জনে ভূষিত হয়েছেন আদনান আল রাজীব, সেরা উদিয়মান অভিনয়শিল্পী মন্দিরা চক্রবর্তী, সেরা কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগ, ঢালিউড স্পটলাইট সামিরা খান মাহি, সেরা নাট্যপরিচালক মোস্তফা কামাল রাজ, সেরা নাট্যপরিচালক (সমালোচক পুরস্কার) কাজল আরেফিন অমি, সেরা পার্শ্ব চরিত্রাভিনেতা শহীদুজ্জামান সেলিম, সেরা পার্শ্ব চরিত্রাভিনেত্রী দীপা খন্দকার, সেরা নাট্যাভিনেতা ফারহান আহমেদ জোভান, সেরা নাট্যাভিনেত্রী তানজীম সায়েরা তটিনী, সেরা সমালোচক অভিনেতা জিয়াউল হক পলাশ ও সেরা সমালোচক অভিনেত্রী পুরস্কার পেয়েছেন তানজিন তিশা।

পুরস্কার প্রদানের এই আয়োজনে নৃত্য ও সংগীত পরিবেশন করেন তারকাশিল্পীরা।

উল্লেখ্য, ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়াড অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে এনটিভি, এনটিভির ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। পুরো অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন কাজী মোস্তফা ও জাহাঙ্গীর চৌধুরী। আয়োজনটির টাইটেল স্পন্সর ছিল ঠিকানা এবং পাওয়ার্ড বাই গোল্ডেন এইজ ও উৎসব গ্রুপ।

 

Leave a Reply

Your identity will not be published.