মোহনা মীম। মূলত নৃত্যশিল্পী। ‘চ্যানেল আই সেরা নাচিয়ে সিজন ১’-এর বিজয়িনী। ২০১৫ সালে ‘লালচর’ সিনেমায় প্রধান নারী চরিত্রে অভিনয় করেছিলেন আনিসুর রহমান মিলনের বিপরীতে। জনপ্রিয় কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবিটি নির্মাণ করেছিলেন নাদের চৌধুরী। কয়েকটি একক নাটক ও টেলিফিল্মেও কাজ করেছেন। তিনি আবার বড়পর্দায় ফিরেছেন। ছবির নাম ‘জীবন পাখি’।
আত্মহত্যাবিরোধী কাহিনিনির্ভর চলচ্চিত্র ‘জীবন পাখি’। পরিচালক আসাদ সরকার। এই ছবিতে মোহনা মীমের সঙ্গে আরেকটি প্রধান চরিত্রে রয়েছেন আজাদ আবুল কালাম।
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ‘জীবন পাখি’র শুটিং চলছে। জানা গেছে, ছবিতে হতাশ তারুণ্যকে জীবনমুখী করার বার্তা থাকবে।
ছবিটির গল্পে দেখা যাবে, আত্মহত্যা করতে গিয়ে আজাদ আবুল কালামের হাতে ধরা পড়েন মোহনা মীম। আজাদ তাকে একটি ঘরে বন্দি করে রেখে এমন কিছু দৃশ্যের সামনে দাঁড় করান যা মৃত্যুর চেয়েও ভয়ংকর।
জানা গেছে, ‘জীবন পাখি’র শুটিং রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও জেলার গোদাগাড়ীর প্রেমতলী গ্রামে করা হবে।
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মোহনা মীম স্টার জলসার সঙ্গে যুক্ত হন। তিনি সেই সময় চ্যানেলটির ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকে গুলশানারা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন।
Leave a Reply
Your identity will not be published.