রাফিয়াত রশিদ মিথিলা- নামটির সঙ্গে জড়িয়ে আছে বিপুল জনপ্রিয়তা। আছে ভক্তি, শ্রদ্ধা, দর্শকের ভালোবাসা। একইভাবে সমালোচনাও কম নেই। সেই মিথিলা এবার নতুন ঘটনার জন্ম দিতে যাচ্ছেন, যা বিরল।
হ্যাঁ, আগামী ১৭ জুন মিথিলার অভিষেক হতে যাচ্ছে চলচ্চিত্রে তথা রুপালি পর্দায়। একটি নয়, দুটি ছবির মাধ্যমে, একই দিনে, পৃথক দুটি দেশে। বাংলাদেশে ‘অমানুষ’, ভারতের কলকাতায় ‘আয় খুকু আয়’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন মিথিলা। দুই বাংলায় একই দিনে ছবি মুক্তির ঘটনায় উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
‘অমানুষ’ সম্পূর্ণ বাণিজ্যিক ঘরানার ছবি। এতে মিথিলার বিপরীতে রয়েছেন নিরব। অন্যদিকে ‘আয় খুকু আয়’তে প্রসেঞ্জিতের সঙ্গে দেখা যাবে তাকে।
‘অমানুষ’ ছবিতে আরও আছেন রাশেদ মামুন অপু, মিশা সওদাগার, নওশাবা, শহীদুজ্জামান সেলিম, ডন, আনন্দ খালেদ প্রমুখ। ‘আয় খুকু আয়’ নির্মাণ করেছেন সৌভিক কুণ্ডু। এতে আরও অভিনয় করেছেন দিতিপ্রিয়া, সোহিনী সেনগুপ্ত, শঙ্কর দেবনাথসহ অনেকে।
Leave a Reply
Your identity will not be published.