দুর্ঘটনার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ‘কাঁচা বাদাম’খ্যাত শিল্পী ভুবন বাদ্যকর। একটি সেকেন্ডহ্যান্ড গাড়ি কেনার পর ড্রাইভিং শিখতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যম বলছে, ভুবন বাদ্যকর বর্তমানে সিউড়ি হাসপাতালে চিকিৎসাধীন। সেখানে তার চিকিৎসা চলছে ঠিকঠাক। আঘাত গুরুতর নয়।
সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন ভুবন। সেই গাড়ি চালানো শিখতে গিয়ে হঠাৎই ওই গাড়িটি একটি দেয়ালে ধাক্কা খায়। এতে ভুবনের বুকে ও মুখে আঘাত লাগে। ক্ষতিগ্রস্ত হয় গাড়িটিও।
সম্প্রতি নিজের গানের জন্য তিন লক্ষ টাকায় এক সংস্থা কপিরাইট চুক্তি করে এই ভাইরাল গায়কের সঙ্গে। যার জন্য দেড় লক্ষ টাকার একটি চেকও পান তিনি। বাকি টাকা এর মধ্যেই ভুবনকে দেয়া হবে বলে জানানো হয়। ভুবন বলেছেন, ‘আমি আর বাদাম বিক্রি করব না।’ তার মতে, তিনি এখন সেলিব্রেটি।
হাসপাতালে নিয়ে যেতেই চিকিৎসক-নার্সরা তাকে চিনতে পেরেছেন বলে জানান ভুবন। তার সেবায় কোনও ত্রুটি হচ্ছে না। অচিরেই তিনি সুস্থ হয়ে বাসায় ফিরবেন।
Leave a Reply
Your identity will not be published.