দ্বৈত চরিত্রে ঐশ্বরিয়া

দ্বৈত চরিত্রে ঐশ্বরিয়া

'গুরু' ও 'রাবণ'-এর পর মণি রত্নমের পরিচালনায় তৃতীয়বারের মতো অভিনয় করতে যাচ্ছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এতদিন পর ফিরছেন, চমক তো থাকছেই। সেই চমকটি হচ্ছে, ‌'পিএস-১' ছবিতে দ্বৈত চরিত্রে হাজির হবেন সাবেক এই বিশ্বসুন্দরী। 

করোনা অতিমারির ধাক্কা সামলাতে চেষ্টা করছে বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি। হিন্দিসহ  দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একের পর এক সুপারহিট সিনেমা আশা জাগাচ্ছে সিনেমা হল মালিকদের মনে। দীর্ঘ কয়েক বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান, অমিতাভ বচ্চনের মতো অভিনেতারা। এরই ধারাবাহিকতায় সুখবর নিয়ে হাজির হলেন বলিউড তারকা ঐশ্বর্য রাই। ৩ বছর পর বড়পর্দায় স্বমহিমায় ফিরছেন তিনি। আগামী ছবির লুক শেয়ার করতেই শুরু হয়েছে আলোচনা। 

কী থাকছে এই ছবিতে? ঐশ্বরিয়ার চরিত্রটি কেমন?

জানা যায়, তামিল লেখক কল্কি কৃষ্ণমূর্তির ঐতিহাসিক উপন্যাস 'পোন্নিয়্যান সেলভান’ অবলম্বনে তৈরি হচ্ছে মণি রত্নমের ‘পিএস-১’ ছবিটি। এর প্রথম অংশ মুক্তি পাবে দুর্গাপুজা উপলক্ষে, আগামী সেপ্টেম্বরে। ছবিতে দক্ষিণের রানি নন্দিনীর ভূমিকায় দেখা যাবে রাই সুন্দরীকে। ইনস্টাগ্রামে ছবির ফার্স্ট লুক শেয়ার করে  ক্যাপশনে লিখেছেন, 'স্বর্ণালী যুগের কাহিনি সিনেমার পর্দায় আসছে আগামী ৩০ সেপ্টেম্বর।' 

এই তামিল ফিল্ম ফ্র্যাঞ্চাইজির প্রথম অংশে সেলভান চরিত্রে জয়ম রবি, ভান্ধিয়াথেভান চরিত্রে কার্তি, কুন্ধভাই চরিত্রে তৃষা কৃষ্ণান, আদিত্য করিকালান চরিত্রে বিক্রম ও ঐশ্বরিয়ার চরিত্রের প্রথম ঝলক প্রকাশ হয়েছে। পুদুচেরি, থাইল্যান্ড, হায়দরাবাদ, মধ্যপ্রদেশের অর্চাতে ছবির বড় একটা অংশের শুটিং হয়েছে। এটি হিন্দি, তেলেগু, মালায়লাম ও কন্নড় ভাষায় মুক্তি পাবে।

Leave a Reply

Your identity will not be published.