বিজয় ভাট পরিচালিত 'বৈজু বাওরা' চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৫২ সালে। রিমেক না হলেও একই নামে নতুন ছবি তৈরি করতে যাচ্ছেন সঞ্জয় লীলা বানশালি- এ খবর পুরনো। নতুন তথ্য হচ্ছে, হিন্দুস্তানী উচ্চাঙ্গ সঙ্গীতের মূল স্রষ্টা মিয়া তানসেনের (১৫০৬-১৫৮৯) চরিত্রে অভিনয় করবেন অজয় দেবগণ।
‘বৈজু বাওরা’য় রণবীর সিং ও আলিয়া ভাটের অভিনয় করার কথা শোনা গেলেও এখনও চূড়ান্ত নয়। এরই মধ্যে বের হলো অজয় দেবগণের খবর। এটিও চূড়ান্ত নয়।
জানা গেছে, অজয় দেবগণ এখনও বানশালির ছবিতে চুক্তিবদ্ধ হননি। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে, তিনি তানসেনের চরিত্রে রূপদানে আগ্রহী, নির্মাতাও তা-ই চান।
সদ্য মুক্তিপ্রাপ্ত বানশালি পরিচালিত ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অজয়। ২৩ বছর পর তারা একসঙ্গে কাজ করেছেন। নির্মাতা মনে করেন, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র সাফল্যের পেছনে দেবগণের একটা বড় ভূমিকা আছে। বানশালি চান অজয় তার নতুন ছবিতেও যুক্ত হোক।
Leave a Reply
Your identity will not be published.