অমিতাভ শব্দের অর্থ হলো ‘যে আলো নিভে যায় না’। নামের মতোই আলো ছড়িয়ে যাচ্ছেন অমিতাভ বচ্চন। এবার নতুন পরিচয়ে আসতে যাচ্ছেন এই তারকা।
অভিনয় ছাড়াও সংস্কৃতির নানা শাখায় রয়েছে তার অনায়াস বিচরণ। ‘মিস্টার নটবরলাল’ ছবিতে প্রথমবার নিজের কণ্ঠে গান গেয়েছেন। ‘বাবুর্চি’ ছবির কিছু অংশে ভাষ্যকারের কাজ করেছিলেন। গেম শো ফ্র্যাঞ্চাইজ ‘হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার’-এর ভারতীয় সংস্করণ ‘কৌন বনেগা ক্রোড়পতি’র কয়েকটি মৌসুম সঞ্চালনাও করেছেন। বাবা ছিলেন বিখ্যাত কবি, অমিতাভ কালেভদ্রে কবিতা আবৃত্তিও করেন। নেপথ্যে কণ্ঠ দিয়েছেন। চলচ্চিত্র প্রযোজক হিসেবেও দেখা গেছে তাঁকে। এসবের পাশাপাশি ভারতীয় সংসদে ছিলেন নির্বাচিত জনপ্রতিনিধি। আশি ছুঁই ছুঁই অমিতাভ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এবার নতুন পরিচয়ে আসতে যাচ্ছেন। সিনেমার সংগীত পরিচালনা করবেন বিগ বি!
সম্প্রতি বাল্কির নতুন ছবি ‘চুপ’-এ মিউজিক কম্পোজারের দায়িত্ব নিয়েছেন তিনি। পরিচালক আর বাল্কির সঙ্গে অমিতাভ বচ্চনের বন্ধুত্ব অনেক দিনের। বাল্কির সঙ্গে একাধিক ছবিতে কাজও করেছেন অমিতাভ। ‘চিনি কম’, ‘পা’, ‘শমিতাভ’- একের পর এক ছবিতে চমক রেখেছেন তারা।
ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বাল্কি বলেন, ‘এই ছবি অনেক কারণে আমার জীবনে বিশেষ। এই ছবির মাধ্যমে মিউজিক কম্পোজার হিসেবে ডেবিউ করবেন অমিতাভ বচ্চন। ছবিটি দেখার পর নিজের পিয়ানোয় সুর তোলেন বিগ বি। এই সুর তার অনুভূতিরই বহিঃপ্রকাশ। আমার ছবির জন্য বিগ বি-এর এই বিশেষ উপহার আমি কোনোদিনও ভুলবো না।’
বর্ষীয়ান এই অভিনেতা ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৪তম সংস্করণের শুটিং করছিলেন কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় শুটিং পিছিয়ে গেছে বলেই শোনা যাচ্ছে। এদিকে ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ১’ সিনেমায় অমিতাভের সঙ্গে রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনা ও মৌনি রায় অভিনয় করেছেন। আগামী ৯ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাচ্ছে।
Leave a Reply
Your identity will not be published.