পাঁচ মহাদেশের গুণীজনদের নিয়ে ঢাকা লিট ফেস্ট

পাঁচ মহাদেশের গুণীজনদের নিয়ে ঢাকা লিট ফেস্ট

দেশের সাহিত্য, সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে ঢাকা লিটারারি ফেস্টিভ্যালের (লিট ফেস্ট) দশম আসর হতে যাচ্ছে বাংলা একাডেমি প্রাঙ্গণে। চারদিনব্যাপী এই আয়োজন চলবে ৫-৮ জানুয়ারি।

পাঁচ মহাদেশের পাঁচ শতাধিক গুণীজনের অংশগ্রহণে সাহিত্য, সংস্কৃতি, ভাষা, প্রাণ প্রকৃতি এমনকি চিকিৎসা বিষয়েও ১৭৫ টির বেশি পর্বে আলোচনা হবে। সাদাফ সায, আহসান আকবার এবং কে আনিস আহমেদের পরিচালনায় ২০১১ সাল থেকে উৎসবটি হয়ে আসছে। তবে গত তিন বছর অতিমারির কারণে বন্ধ ছিল এই মিলনমেলা।

চলতি বছরের ঢাকা লিট ফেস্টে বিশ্বখ্যাত গুণীজনেরা অংশ গ্রহণ করতে যাচ্ছেন। নোবেলজয়ী  তানজানিয়া বংশোদ্ভূত লেখক আবদুল রাজাক গুরনাহ, বুকারজয়ী দুই কথাশিল্পী গীতাঞ্জলী শ্রী (আন্তর্জাতিক ক্যাটাগরি) ও শেহান কারুনাতিলাকা, সোমালীয় ঔপন্যাসিক নুরুদ্দিন ফারাহ, অমিতাভ ঘোষ, পঙ্কজ মিশ্রর মতো সাহিত্যিকের পাশাপাশি নুরুদ্দিন ফারাহ, হানিফ কুরেশী, টিলডা সুইন্টন, জন লি এন্ডারসন, অঞ্জলি রউফ, সারাহ চার্চওয়েল, গ্রন্থার ফ্রয়েড, অ্যালেকজান্দ্রা প্রিঙ্গেল, ডাইম সারাহ গিশ্বার্ট, মারিনা মাহাথির, জয় গোস্বামীর মতো গুণীজনেরাও অংশ নেবেন। পুলিৎজার, নিউস্ট্যাড ইন্টারন্যাশনাল, পেন বা পিন্টার, প্রিক্স মেডিসিস, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, উইন্ডহাম ক্যাম্পবেল পুরস্কার, অ্যালার্ট মেডেল, ওয়াটারস্টোন চিল্ড্রেনস বুক প্রাইজ, আগা খান অ্যাওয়ার্ডসহ অন্যান্য খ্যাতিসম্পন্ন পুরস্কারজয়ীরা থাকছেন এই আয়োজনে। এছাড়াও কামাল চৌধুরী, মুহাম্মদ জাফর ইকবাল, আনিসুল হক, মাসরুর আরেফিন, মারিনা তাবাসসুম, সৈয়দ মনজুরুল ইসলাম, ইমদাদুল হক মিলন, কায়সার হক, শাহীন আখতার, অমিতাভ রেজা এবং আজমেরী হক বাঁধনসহ অনেকেই থাকবেন।

সাহিত্য মুখ্য বিষয় হিসেবে থাকলেও এবার চলচ্চিত্র নিয়েও আলোচনা হবে। টিলডা সুইন্টনের সাথে দেশীয় নির্মাতাদের ওটিটি নিয়ে আলোচনা করা হবে। করোনা অতিমারির জন্য এবারের আয়োজনে গুরুত্ব দেওয়া হবে মানুষের চিকিৎসা ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবার প্রসঙ্গে। ফলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও এস্ট্রাজেনেকার উদ্ভাবক সারাহ গিলবার্টের সাথে স্বাস্থ্য সচেতনতার জন্য কি খাওয়া উচিত সে বিষয়ে চিকিৎসকসহ রন্ধনশিল্পীরাও থাকবেন এই আয়োজনে।  ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা উপস্থাপনসহ ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে থাকছেন  দুই রোহিঙ্গা কবি। উপস্থাপনায় থাকছে শিশুরা। পরিবেশ ভালো রাখার উদ্দেশ্যে প্রাণ প্রকৃতি নিয়ে আলোচনা হবে। এছাড়াও এই উৎসবকে শুধু ঢাকাকেন্দ্রীক না রেখে ঢাকার বাইরের লেখকদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে। নারী লেখকেরা যথাযথ গুরুত্ব পাবেন এমনভাবেই পুরো আয়োজনটি সাজানো হয়েছে।

বিশ্ব-সাহিত্য-সংস্কৃতি নিয়ে বাংলাদেশের বড় আয়োজন এই ‘ঢাকা লিট ফেস্ট’ ৫ জানুয়ারি বাংলা একাডেমি প্রাঙ্গণে উদ্বোধন হবে। এজন্য শুরু হয়েছে রেজিস্ট্রেশন। তবে প্রথমবারের মতো ঢাকা লিট ফেস্ট উপভোগের জন্য টিকিট সংগ্রহ করতে হবে। শুধু ১২ বছর বয়স পর্যন্ত শিশুদের প্রবেশে কোনও টিকিট লাগবে না। কিন্তু দর্শনার্থীর বয়স ১২ বছরের বেশি হলে টিকিট বাধ্যতামূলক থাকছে। অনলাইন পেমেন্টের মাধ্যমে টিকিট কেনার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট জায়গায় পাওয়া যাবে এগুলো। টিকিট প্রাপ্তির স্থানগুলো হলো- ঢাকা লিট ফেস্ট অফিস (নিকেতন, ঢাকা), মীনা সুইটস (বনানী এক্সপেরিয়েন্স জোন এবং পান্থপথ শাখা), মীনা বাজার (ধানমন্ডি ২৭, উত্তরা আউটলেট, ইসিবি চত্বর আউটলেট, শান্তিনগর আউটলেট, বনশ্রী ও মগবাজার আউটলেট), বাংলার মিষ্টি (বনানী ও গুলশান আউটলেট), আড়ং (মিরপুর, গুলশান ও উত্তরা আউটলেট) এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। অনলাইন রেজিস্ট্রেশন ও সরাসরি টিকিটের লোকেশন জানতে লগইন করা যাবে https://www.dhakalitfest.com/-এ। সেক্ষেত্রে দর্শনার্থীর নাম, বয়স, লিঙ্গ, পেশা, মোবাইল নম্বর এবং ইমেইল ঠিকানা উল্লেখ করতে হবে। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর টিকিট ক্যাটাগরি নির্বাচন করতে হবে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে দৈনিক জনপ্রতি ৫০০ টাকা। তবে একসঙ্গে চার দিনের টিকিট নিতে চাইলে ছাড় মিলবে ৫০০ টাকা, সে ক্ষেত্রে একেক জন দর্শনার্থী ১৫০০ টাকায় চারদিনের টিকিট পেয়ে যাবেন। শিক্ষার্থীরা প্রতিজন ২০০ টাকায় টিকিট কিনতে পারবেন। শিক্ষার্থীদের বেলায় একসঙ্গে চার দিনের টিকিট কিনলে লাগবে ৫০০ টাকা, অর্থাৎ তাদের জন্য থাকছে ৩০০ টাকা ছাড়।

চলতি বছরের আয়োজনে টিকিটের ব্যবস্থা রাখার কারণ করপোরেট বা সরকারি স্পন্সরশিপের ওপর নির্ভরতা কমাতে চায় আয়োজকরা। এছাড়াও বিশ্বের উন্নত দেশগুলোর যে কোনো সাহিত্য সম্মেলনেই এ ব্যবস্থা আছে। তবে বিদেশী ফেস্টিভ্যালগুলোতে রেজিস্ট্রেশনের পরও প্রতিটি সেশনে আলাদা ফি দিতে হয় যেখানে এই আয়োজনে এক টিকিটেই সব সেশন উপভোগের সুযোগ থাকছে।

এবারের আয়োজনের পৃষ্ঠপোষক (স্পন্সরশিপ) হিসেবে যুক্ত হওয়ার সুযোগ থাকছে। ঢাকা লিট ফেস্টের পৃষ্ঠপোষক হিসেবে বিবেচিত হতে হলে ৩ হাজার টাকা মূল্যের টিকিট কিনতে হবে। এক্ষেত্রে একসঙ্গে চার দিনের টিকিট পাওয়া যাবে ১০ হাজার টাকায়। পৃষ্ঠপোষক ক্যাটাগরির আওতায় থাকছে নানা সুবিধা যেমন: ফ্রি পার্কিং সুবিধা, ভিআইপি আইডি কার্ডসহ ঢাকা লিট ফেস্টের বিশেষ লাউঞ্জে প্রবেশের সুযোগ, যেখানে থাকছে লাঞ্চের ব্যবস্থা। তবে এই পৃষ্ঠপোষকেরা লিট ফেস্টেও সেশনগুলোতে বিশেষ কোনও সুবিধা পাবেন না।

সাহিত্য আলোচনাসহ নানা আয়োজনের বর্ণিল এক উৎসব অপেক্ষা করছে অনুরাগীদের জন্য। ঢাকা লিট ফেস্টের টাইটেল স্পন্সর হিসেবে থাকছে ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউন। সে সঙ্গে প্লাটিনাম স্পন্সর হিসেবে আছে দ্য সিটি ব্যাংক লিমিটেড এবং স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে থাকছে ব্রিটিশ কাউন্সিল।

Leave a Reply

Your identity will not be published.