ঢাল-তলোয়ারহীন যুদ্ধে নিশো

ঢাল-তলোয়ারহীন যুদ্ধে নিশো

যে কোনো যুদ্ধে দরকার অস্ত্র ও শক্তি। কিন্তু হালের জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এমন এক যুদ্ধে নেমেছেন যেখানে তিনি প্রায় শুন্য হাতে দমন করছেন শত্রুদের। এখানে তার শক্তির নাম শুদ্ধতা তথা সাদা রং। 

একটি ডিটারজেন্ট পাউডারের বিজ্ঞানপচিত্রে এমন বার্তা নিয়েই হাজির হয়েছেন আফরান নিশো। কয়েক দিন ধরে টিভি চ্যানেল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপনচিত্রটি নিয়ে ইতিবাচক আলোচনা হচ্ছে। নিশোর ভক্তকুল ছাড়াও সাধারন দর্শকরা এর প্রশংসা করছেন। দীর্ঘদিন পর গঠনমূলক কোনো টিভিসি দেখে উচ্ছ্বাস প্রকাশ করছেন সমালোচক ও বোদ্ধারা। সব মিলিয়ে আলোচনার কেন্দ্রবিন্দতে নিশো মানে মিঃ হোয়াইট। 

বিজ্ঞাপনটিতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে আফরান নিশো বলেন, ‘এই টিভিসিটার গল্প বলার ধরন বেশ ইউনিক। কোনো ডিটারজেন্টকে যে এ রকম স্টাইলিস ওয়েতে পোট্রে করা যায় এটা আসলে এর আগে কখনো দেখা যায়নি।’

কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের মি. হোয়াইট ডিটারজেন্ট পাউডারের এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করেছেন ওয়াহিদ তারেক। এর নেপথ্য কারিগর বিজ্ঞাপনী সংস্থা প্যাপিরাস কমিউনিকেশনস লিমিটেড। প্রতিষ্ঠানটির চিফ এক্সিকিউটিভ অফিসার কাজী মুশফিকুর রহমান বলেন, ‘এই বিজ্ঞাপনটা আমাদের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। বাংলাদেশে এ রকম কনসেপ্টে কাজ এর আগে হয়েছে কি-না আমার জানা নেই। এটাকে আমি আমাদের ইন্ডাস্ট্রির জন্য একটা মাইলস্টোন কাজ-ই বলবো। আর এটা সম্ভব হয়েছে অসাধারণ এক টিম এফোর্টের কারণে। কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ এ রকম একটা কাজের সুযোগ ও সাহস দেওয়ার জন্য।’

অন্যদিকে কাজী এন্টারপ্রাইজেস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার রফিকুল আমীন বলেন, ‌'সর্বোচ্চ মানসম্পন্ন পণ্যের পাশাপাশি এর কমিউনিকেশনেও আমরা সবসময় ব্যাতিক্রমী থাকবার চেষ্টা করি।'

Leave a Reply

Your identity will not be published.