কে হতে চায় ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’?

কে হতে চায় ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’?

শুরু হচ্ছে প্রতিভা অন্বেষণের প্রতিযোগিতা ‘মিস এভারগ্রিন বাংলাদেশ’। অচিরেই শুরু হচ্ছে এর কার্যক্রম। চলছে নিবন্ধন প্রক্রিয়া।

শর্তে বলা হয়েছে, বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তরুণীরা এতে অংশ নিতে পারবেন। বয়স হতে হবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে, হতে হবে অবিবাহিত। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ২ ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক কিংবা ও-লেভেল পাশ। আবেদনের শেষ তারিখ ৩১ আগস্ট। নিবন্ধন করা যাবে বিনামূল্যে। 

প্রতিযোগিতা সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানা যাবে ও আবেদনপত্র পাওয়া যাবে missevergreenbd ফেইসবুক পেইজে।

প্রতিযোগিতার মূল উদ্যোক্তা ও ফ্যাশন ডিজাইনার মেসবাহ্-উল-আলম সাজু বলেন, ‘এর আগে দেশে নানা ধরণের সৃজনশীল মেধা অন্বেষণ হয়েছে। তবে আমরা সেসব ধারার বাইরে কিছু করার চিন্তা করছি। সে লক্ষেই এ প্রতিযোগিতার আয়োজন। আশা করি এর মাধ্যমে নতুন কিছু মেধাবী মুখ অন্বেষণ করতে পারব, যারা দেশ-বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।’
 

Leave a Reply

Your identity will not be published.