জোরেশোরে 'মাইক'-এর আওয়াজ

জোরেশোরে 'মাইক'-এর আওয়াজ

টেক্কা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশনের পর 'বেস্ট এশিয়ান ফিচার ফিল্ম' ও 'বেস্ট ডেবিউ ডিরেক্টর' ফিচার ফিল্মের মুকুট জিতেছে ‘মাইক’ সিনেমা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’ নির্মাণ করা হয়েছে। সরকারি অনুদানে নির্মিত ‘মাইক’ চলচ্চিত্রটি এ বছর ১১ আগস্ট সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। দর্শক জনপ্রিয়তার পাশাপাশি জাতীয় সংসদের এক আলোচনায়ও মাইক সিনেমা স্থান করে নেয়।

এ চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল। ‘মাইক’ এরই মধ্যে পোর্ট ব্লেয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডো ফ্রেঞ্চ ফিল্ম ফেস্টিভ্যাল, ট্রাইঙ্গেল ফিল্ম ফেস্টিভ্যাল, গোল্ডেন লিফ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, সিউল গ্লোবাল ফিল্ম ফেস্টিভ্যালে অফিসিয়াল সিলেকশন পেয়েছে।

সিনেমার অন্যতম পরিচালক এফ এম শাহীন সংবাদমাধ্যমকে বলেন, ‌‌"মাইক’ টিম ভীষণ আনন্দিত। এইসব ফিল্ম ফেস্টিভ্যালের পাশাপাশি ইউরোপ ও আমেরিকার গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ফিল্ম ফেস্টিভ্যালে মাইক চলচ্চিত্রটি পাঠানো হয়েছে। তাদের অফিশিয়াল সিলেকশনের খবরের অপেক্ষায় আছি। আশা করি আরো ভালো কিছু ফেস্টিভ্যাল জয়ের সংবাদ খুব দ্রুত দিতে পারব।"

মাইক সিনেমায় অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তানভিন সুইটি, তারিক আনাম খান, নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, এফ এম সোহাগ, সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।

Leave a Reply

Your identity will not be published.