গত ১৫ অক্টোবর ছিল বিশিষ্ট কবি ও সাহিত্যিক, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজের ৭১তম জন্মদিন। এ উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজক কবি হাসান হাফিজ জন্মদিন উদযাপন পর্ষদ। কেক কাটা, ফুলেল শুভেচ্ছা বিনিময় এবং ‘হাসান হাফিজ : সত্তরের সকালে’-এর মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে এ আয়োজনটি সম্পন্ন হয়।
জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য মীর আব্দুল আলীমের কেক উপহারের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কেক কাটা পর্ব শেষে প্রেসক্লাবের কর্মচারী ইউনিয়ন প্রথম ফুলেল শুভেচ্ছা জানায়। ক্রমান্বয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আইয়ুব ভুঁইয়া, পাক্ষিক ‘অন্যদিন’-এর সম্পাদক ও অন্যপ্রকাশ-এর প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম এবং ‘অন্যদিন’-এর নির্বাহী সম্পাদক আবদুল্লাহ্ নাসেরসহ বহু ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ।
অনুষ্ঠানে কবি হাসান হাফিজ বলেন, আমার পরিবার, তাদের অবদান ও ত্যাগের কারণে আমি কিন্তু এতখানি লেখালেখি করতে পেরেছি। জাতীয় প্রেসক্লাবের বর্তমান দায়িত্ব প্রসঙ্গে হাসান হাফিজ জানান, একটি দুর্যোগময় মুহূর্তে পরিস্থিতির কারণেই তিনি এই দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বলেন, চেষ্টা করে যাচ্ছি সবাই মিলে যেন একটা পরিবার হয়ে আমরা থাকতে পারি।
অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, কবি মোহন রায়হান, কূটনীতিক মাসুদ মান্নান, সাংবাদিক-লেখক কাজী রওনক হোসেন, সাহিত্যিক-সাংবাদিক-নির্মাতা এবং ‘আনন্দ আলো’ সম্পাদক রেজানুর রহমান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি মুরসালীন নোমানীসহ আরও কয়েকজন।
অনুষ্ঠানে ‘হাসান হাফিজ : সত্তরের সকালে’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা জানানোর পাশাপাশি খালি কণ্ঠে সংগীত পরিবেশন করেন মুহিন খান, আমীরুল মোমেনিন মানিক ও জেনস সুমন।
উল্লেখ্য, যৌথভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুঁইয়া ও প্রেসক্লাবের সিনিয়র সদস্য কবি শামীমা চৌধুরী।
Leave a Reply
Your identity will not be published.