আজ নয়, বইমেলা শেষ হচ্ছে শনিবার

আজ নয়, বইমেলা শেষ হচ্ছে শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অনুমোদনের প্রেক্ষিতে একুশে বইমেলার সময় দুই দিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবারের (২৯ ফেব্রুয়ারি) বদলে এখন মেলা শেষ হবে ২ মার্চ, শনিবার।

তথ্যটি নিশ্চিত করেছেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। 

দুই দিন সময় বাড়ানোর জন্য অনুরোধ জানিয়ে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি থেকে চিঠি দেওয়া হয়েছিল মেলা কমিটিকে। পরে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছেও তারা মেলা বাড়ানোর আবেদন জানায়।

চিঠিতে বলা হয়, ‘অমর একুশে বইমেলা শুরু হওয়ার প্রথম তিনদিন মেলাপ্রাঙ্গণের প্রস্তুতি ও বৃষ্টিজনিত সমস্যার কারণে মেলায় অংশ নেওয়া প্রকাশকরা যথাযথভাবে বিক্রি শুরু করতে পারেননি। সে কারণে অনেকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। ১ ও ২ মার্চ শুক্র ও শনিবার হওয়ায় দু’দিন অমর একুশে বইমেলার সময় বৃদ্ধির অনুরোধ করছি।’

এতে আগামী ১ ও ২ মার্চ যথাক্রমে শুক্র ও শনিবার সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছিল। প্রধানমন্ত্রীর অনুমতি পাওয়ায় মেলা শুক্র ও শনিবারও চলবে। 

Leave a Reply

Your identity will not be published.