হালফিল প্রাণিজগৎ।। আসিফ নূর

হালফিল প্রাণিজগৎ।। আসিফ নূর

আসিফ নূর
হালফিল প্রাণিজগৎ

লালপিঁপড়ার ভয়ে বন থেকে পালাচ্ছে হাতিরা,
বানরের লম্ফেঝম্ফে গুহায় লুকিয়ে সিংহ রাজা;
শিয়ালের পায়ে পায়ে ঘুরছে পরামর্শপ্রার্থী বাঘ—
এ হলো অরণ্যের হালফিল প্রাণিজগৎচিত্র।

গেরস্থালির অবস্থা আরও ভয়ংকর, দিনদুপুরে
গাভির ওলান চুষে দুধ টানে জোড়া কালসাপ;
বেড়ালের কাঁচা মাংসে জমে ইঁদুরের নৈশভোজ—
এমন আকাল দেখে অপমানে-লজ্জায়-আশঙ্কায় প্রিয় ভিটেবাড়ি ছেড়ে পালিয়েছে বিশ্বস্ত কুকুর।

 

Leave a Reply

Your identity will not be published.