না-ফেরার দেশে বেগম তহুরা আলী

না-ফেরার দেশে বেগম তহুরা আলী

দেশের প্রথিতযশা অভিনেত্রী ও পরিচালক মেহের আফরোজ শাওনের মা বেগম তহুরা আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সকাল ৬.১১ মিনিটে তিনি না-ফেরার দেশে যাত্রা করেন।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে স্যোশাল মিডিয়ার এক স্ট্যাটাসে মেহের আফরোজ শাওন নিজেই তাঁর মায়ের মৃত্যুর খবরটি সবাইকে জানিয়েছেন।

ফেসবুক পোস্টে শাওন লিখেছেন, “নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাব। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।”

তিনি আরও জানান, ঢাকার দুটি স্থানে আজ তাঁর মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। প্রথম জানাজা বাদ আসর গুলশান আজাদ মসজিদে হবে। আর দ্বিতীয় জানাজা বাদ মাগরিব তেজগাঁও রাহিম মেটাল সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, সংসদের সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি বেগম তহুরা আলী দীর্ঘদিন ধরে নানা অসুখে ভুগছিলেন। গত জুন মাসে অসুস্থ হয়ে তিনি ইউনাইটেড হাসপাতালের হৃদযন্ত্রের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র (আইসিইউ)-তেও ভর্তি ছিলেন। তিনি স্বামী মোহাম্মদ আলী এবং তিন কন্যা ও এক পুত্র রেখে গেছেন।

Leave a Reply

Your identity will not be published.