খাটো! তাই আক্ষেপ...

খাটো! তাই আক্ষেপ...

‌‌‌‌'আমি ভাবতাম, উচ্চতার জন্য দর্শক যদি আমাকে গ্রহণ না করে। এই নিয়ে আমি সত্যিই ভয় পেতাম। কিন্তু পরে বুঝলাম, এ সবের তেমন কোনও গুরুত্বই নেই। কিন্তু প্রথম দিকে আমি উচ্চতা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগতাম'- এমন বক্তব্য দিয়ে আলোচনায় বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের উচ্চতা তথা খাটোত্ব নিয়ে দ্বিধায় ভোগার কথা বলেছেন সফল এই অভিনেতা।

ভাবা যায়, নিজের উচ্চতা নিয়ে ক্যারিয়ারের শুরুর দিকে তিনি নাকি হীনম্মন্যতায় ভুগতেন। ‘দিল চাহতা হ্যায়’, ‘লাগান’, ‘রং দে বসন্তী’, ‘থ্রি ইডিয়টস’-এর মতো ছবি রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু নিজেকে নিয়ে আত্মবিশ্বাসে ঘাটতির অভাব হয়েছিল স্বয়ং আমির খানেরও। 

সবাই জানে, আমিরের শারীরিক উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। যদিও নব্বইয়ের দশকের ‘চকলেট বয়’-এর অনুরাগীর কোনও অভাব ছিল না। উচ্চতার জন্য তেমন কিছু প্রভাবও পড়েনি তাঁর অভিনয়ের যাত্রায়। কিন্তু আমির নিজে নাকি হীনম্মন্যতায় ভুগতেন। তথাকথিত লম্বা-চওড়া নায়ক না হওয়ার আক্ষেপ ছিল তাঁর। সাক্ষাৎকারে অভিনেতা স্বীকার করে নেন হীনম্মন্যতার কথা। 

তবে এই প্রথম নয়। ‘তালাশ’ ছবি করার সময়ও আমির উচ্চতা নিয়ে হীনম্মন্যতার কথা বলেছিলেন। জানিয়েছিলেন, তাঁকে নাকি অনেকেই খোঁচা দিয়ে ‘খাটো’ বলে ডাকতেন। প্রথম দিকে খারাপ লাগলেও, পরে এই ধরনের মন্তব্য আর প্রভাব ফেলেনি আমিরের ওপর। ক্রমশ বুঝেছেন বাইরের সৌন্দর্যই সব কিছু নয়। তিনি বলেছেন, ‌'কতটা সৎভাবে একজন কাজ করছে আর সেই কাজ মানুষকে কীভাবে আলোকিত করছে, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাকি কোনও কিছুর কোনও গুরুত্ব নেই।

Leave a Reply

Your identity will not be published.