আগামী ঢালিউড অ্যাওয়ার্ড দুবাইতে অনুষ্ঠিত হবে: আলমগীর খান আলম

আগামী ঢালিউড অ্যাওয়ার্ড দুবাইতে অনুষ্ঠিত হবে: আলমগীর খান আলম

ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের গত চব্বিশটি আসর অনুষ্ঠিত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা রাজ্যে। গত ৯ জানুয়ারি সন্ধ্যায় এটি প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশের রাজধানী ঢাকায়। আগারগাঁওস্থ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আমাদের সংস্কৃতি অঙ্গনের স্বনামধন্য ব্যক্তিদের সমাবেশ ঘটেছিল। এখানে এদেশের চলচ্চিত্র, টিভি নাটক ও সংগীতের ক্ষেত্রে যাঁরা গত বছর অসামান্য অবদান রেখেছেন, সেইসব সৃজনশীল মানুষকে পুরস্কৃত করা হয়। আর আজীবন সম্মাননা পেয়েছেন প্রবীণ অভিনয়শিল্পী দিলারা জামান।


'ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড'-এর আয়োজক শোটাইম মিউজিক অ্যান্ড প্লে। এই প্রতিষ্ঠানের প্রাণপুরুষ তথা প্রধান নির্বাহী আলমগীর খান আলম। গতকাল, ১০ জানুয়ারি, সন্ধ্যায় তাঁর সঙ্গে এই অ্যাওয়ার্ড অনুষ্ঠান প্রসঙ্গে কথা বলে 'অন্যদিন'। এখানে সেই সাক্ষাৎকারটি তুলে ধরা হলো।

অন্যদিন: ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডটি কবে, কোথায় প্রথম অনুষ্ঠিত হয়েছিল?
আলমগীর খান আলম: ২০০২ সালে প্রথম এই অ্যাওয়ার্ডটি প্রদান করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
অন্যদিন: এর পর বাকি ২৩টি আসরের আয়োজনও তো করা হয়েছিল যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে, তাই নয় কি?
আলমগীর খান আলম: হ্যাঁ। বিগত সময়ে মায়ামী, টেক্সাসের ডালাস, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসিসহ যুক্তরাষ্ট্রের নানা জায়গায় প্রদান করা হয়েছে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড।
অন্যদিন: এই অ্যাওয়ার্ডটি প্রবর্তন করার ভাবনা কীভাবে আপনার মাথায় এলো?
আলমগীর খান আলম: ২০০১ সালে যুক্তরাষ্ট্রে 'বলিউড অ্যাওয়ার্ড' নামে একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে প্রবাসী ভারতীয়রা। সেখানে বিপুল সংখ্যক বাংলাদেশিরাও উপস্থিত ছিল। আর সেই অনুষ্ঠানে বলিউডের স্বনামধন্য তারকা শিল্পী ও কলাকুশলীদের পুরস্কৃত করা হয়। সেটি দেখে আমি ভাবলাম, হোয়াই নট বাংলাদেশ? বাংলাদেশেও তো স্বনামধন্য বহু তারকা ও কলাকুশলী রয়েছেন। তাঁদেরও তো আমরা পুরস্কৃত করতে পারি। সেই ভাবনা থেকেই প্রবর্তন করি 'ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড'।


অন্যদিন: একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাওয়ার্ড 'লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড' তথা আজীবন সম্মাননা। ঢালিউডের উল্লেখযোগ্য কারা এই পুরস্কার পেয়েছেন?
আলমগীর খান আলম: ২০০২, ২০০৩ ও ২০০৪ সালে আজীবন সম্মাননা পেয়েছেন যথাক্রমে ববিতা, কবরী ও রাজ্জাক। তাঁরা তিনজনই সেই সময়ে নিজের হাতে এই পুরস্কার গ্রহণ করেছিলেন। পরে সাবিনা ইয়াসমিন, বারী সিদ্দিকীসহ আরও কয়েকজনকে এই পুরস্কারে সম্মানিত করা হয়।
অন্যদিন: আপনারা তো বলিউডের তারকাদেরও পুরস্কৃত করেছেন?
আলমগীর খান আলম: হ্যাঁ, ২০০৩ সালে প্রথম আমরা বলিউডের কারিশমা কাপুরকে ঢালিউড অ্যাওয়ার্ড প্রদান করি। সম্মানিত করি বিশেষ পুরস্কারে। পরে নানা সময়ে রানী মুখার্জি, শিল্পা শেঠী ও তনুশ্রী দত্তের হাতে এই পুরস্কারের ট্রফি তুলে দেওয়া হয়।
অন্যদিন: এই প্রথমবারের মতো বাংলাদেশে, ঢাকায়, 'ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড'  সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হলো, সেটিও আবার রজত জয়ন্তী, ২৫তম আসর। এ বিষয়ে আপনার অনুভূতি জানতে চাইছি।
আলমগীর খান আলম: ২০২৪ সালের জানুয়ারিতে ২৪ তম ঢালিউড অ্যাওয়ার্ডের আসর বসে বরাবরের মতো যুক্তরাষ্ট্রে। এর পর সেই বছরের ফেব্রুয়ারিতে অসুস্থ মা'কে দেখার জন্য আমি বাংলাদেশে আসি। তখন ২৫তম অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি বাংলাদেশে করার চিন্তা করি। কেননা এতে লজিস্টিক সাপোর্ট পাওয়া যাবে, এদেশের শিল্পী-কলাকুশলীদের যুক্তরাষ্ট্রে নেওয়ার ব্যয়ভার বহন করতে হবে না। অর্থাৎ আর্থিক সাশ্রয় হবে। আর সংগত কারণেই ২৫তম আয়োজনটি হবে কালারফুল। এই রকম নানা বিষয় চিন্তা করে ঢালিউড অ্যাওয়ার্ডের সিলভার জুবলির আয়োজনটি বাংলাদেশ তথা ঢাকায় করা হয়েছে। আর এটি যে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে, এ বিষয়টি স্বীকার করতে আমার দ্বিধা নেই। তাই গতকাল রাতে শান্তিতে ঘুমিয়েছি। আর হ্যাঁ, এ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে এনটিভি। এ জন্য তাদের আমি আন্তরিক ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এদেশের শিল্পী ও কলাকুশলীদের। আপনাদের সাংবাদিক ভাইদেরও। আসলে তারা সব সময়ই আমাদের সহযোগিতা করেছেন।
অন্যদিন: এই অনুষ্ঠানটি নিয়ে আপনার ভাবনা কী? আগামীতে এটি কোথায় অনুষ্ঠিত হবে।
আলমগীর খান আলম: আগামীতে আমরা বিশ্বের বিভিন্ন দেশে এই অনুষ্ঠানটি করতে চাই। এই ভাবনা থেকে আগামী অনুষ্ঠানটি দু্বাইতে অনুষ্ঠিত হবে।
অন্যদিন: আইফা'র মতো?
আলমগীর খান আলম: হ্যাঁ, অনেকটা আইফার মতোই।
অন্যদিন: আগামীতে নতুন মাত্রা যোগ হবে, ঢালিউড অ্যাওয়ার্ডে?
আলমগীর খান আলম: না, সিনেমা-নাটক-সংগীতের শিল্পী ও কলাকুশলীদেরই এই পুরস্কার দেওয়া হবে। তবে উপস্থাপনা ও পারফরমেন্সে নতুনত্ব থাকবে। যেমন, দুবাইতে অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে ভারতীয় কয়েকজন তারকা শিল্পী পারফরম করবেন।
অন্যদিন: ভারতীয়দের কি পুরস্কৃতও করা হবে?
আলমগীর খান আলম: এখন পর্যন্ত সেটি ভাবি নি। তারা পারফরম করবেন, এটিই ভেবেছি। এই বিষয়টির নিশ্চয়তাই শুধু দিচ্ছি।

 

Leave a Reply

Your identity will not be published.