মহাপ্রস্থানের পথে যাত্রা করেছেন শঙ্খ ঘোষ। আজ সকালে (২১ এপ্রিল) কলকাতার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ দিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন শঙ্খ ঘোষ। এ বছরের জানুয়ারিতে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। গত ১৪ এপ্রিল তিনি যে করোনা পজেটিভ সেটি ধরা পড়ে। এরপর বাসায়ই আইসোলেশনে ছিলেন।
১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের চাঁদপুরে তাঁর জন্ম। কুম্ভক তাঁর ছদ্মনাম। শিক্ষালাভ করেছেন চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ, পাকশি (বাংলাদেশের পাবনা জেলায়); প্রেসিডেন্সি কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে। লব্ধপ্রতিষ্ঠিত কবি, প্রাবন্ধিক ও সম্পাদক। অধ্যাপনাসূত্রে যুক্ত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। কিছুদিন দিল্লী বিশ্ববিদ্যালয় এবং বিশ্বভারতীতেও অধ্যাপনা করেছেন। ‘দিনগুলি রাতগুলি (১৯৫৬) তাঁর প্রথম কাব্যগ্রন্থ।
শঙ্খ ঘোষের নানা সম্মান ও পুরস্কারের মধ্যে বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য আকাডেমি পুরস্কার (১৯৭৭), রবীন্দ্র পুরস্কার (১৯৮৯), কবীর সম্মান (১৯৯৮), সরস্বতী সম্মান (১৯৯৮), পদ্মভূষণ সম্মান (২০১১), জ্ঞানপীঠ পুরস্কার (২০১৬)।
বাংলাদেশের প্রকাশনা সংস্থা অন্যপ্রকাশ এবং ভারতের পত্রভারতীর যৌথ উদ্যোগে ‘বইসাঁকো’ থেকে বের হয়েছে শঙ্খ ঘোষের ‘লেখা যখন হয় না’ গ্রন্থটি। তাঁর ‘শ্রেষ্ঠ কবিতা’ শিগগিরই অন্যপ্রকাশ থেকে প্রকাশ হবে।
শঙ্খ ঘোষের প্রতি অন্যদিন এবং অন্যপ্রকাশ-এর অপরিসীম শ্রদ্ধা।
Leave a Reply
Your identity will not be published.