স্বনামধন্য চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেলের সপ্তম কাহিনিচিত্র ‘রূপসা নদীর বাঁকে’। গত বছরের ১১ ডিসেম্বর ছবিটি মুক্তি পেয়েছিল। ছবিটি এবার কানাডাতে দেখানো হবে। সেখানকার ‘চতুর্থ আন্তর্জাতিক মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসব’-এ ঠাঁই পেয়েছে ছবিটি।
তানভীর মোকাম্মেলের চলচ্চিত্রে নদীর একটি ভূমিকা থাকে। জীবনের সমান্তরালে নদীকে বারবার চলচ্চিত্রে ব্যবহার করেছেন তিনি। ‘নদীর নাম মধুমতী’, ‘চিত্রা নদীর পারে’, ‘লালন’, ‘রাবেয়া’, ‘জীবনঢুলী’ এইসব ছবিই তার প্রমাণ। আর ‘কর্ণফুলীর কান্না’, ‘এ টেল অব যমুনা রিভার’-এর মতো প্রামাণ্য চলচ্চিত্রের উপজীব্য বিষয়ই হলো নদী, নদীর সমস্যা।
‘রূপসা নদীর বাঁকে’র বেলায়ও নদীকে নান্দনিকভাবে ব্যবহার করেছেন তানভীর মোকাম্মেল। এছাড়া ‘লালন’-এর পরে আরেকবার ব্যক্তি বিশেষের জীবন তাঁর চলচ্চিত্রে উঠে এসেছে। হ্যাঁ, ‘রূপসা নদীর বাঁকে’ ছবিতে একজন ত্যাগী বামপন্থী নেতার জীবন মূর্ত হয়ে উঠেছে। দুই ঘণ্টা সতের মিনিট দৈর্ঘ্যরে এই চলচ্চিত্রটির চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক স্বয়ং। অভিনয় করেছেন জাহিদ হোসেন শোভন, খায়রুল আলম সবুজ, রামেন্দু মজুমদার, চিত্রলেখা গুহ, ঝুনা চৌধুরীসহ আরও অনেকে।
কানাডায় অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক মাল্টিকালচারাল চলচ্চিত্র উৎসবটির আয়োজক টরেন্টো ফিল্ম ফোরাম। ২৩-২৮ সেপ্টেম্বর এই উৎসবে প্রদর্শিত হবে কাহিনিচিত্র ও প্রামাণ্যচিত্র মিলিয়ে মোট তিন শ’টি চলচ্চিত্র।
Leave a Reply
Your identity will not be published.