কৌশানি এখন চাঁদপুরে

কৌশানি এখন চাঁদপুরে

চলচ্চিত্রের শুটিংয়ের কাজে এখন বাংলাদেশের মাটিতে ভারতের পশ্চিমবঙ্গের অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়।

বাংলাদেশের চলচ্চিত্রে প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে অভিনয় করেছিলেন তৃপ্তি মিত্র। তখনকার কলকাতার বিখ্যাত নাট্যদল বহুরূপীর সদস্য। বিখ্যাত মঞ্চাভিনেত্রী। তিনি অভিনয় করেছিলেন ‘জাগো হুয়া সাভেরা’ ছবিতে। পরিচালক এ জে কারদার।

এরপর বুড়িগঙ্গায় বহু জল গড়িয়েছে আর এ দেশের চলচ্চিত্রে ভারতের বহু অভিনেত্রী অভিনয় করেছেন। যেমন আরতি মুখার্জি, ঝুমুর গাঙ্গুলী, সোমা মুখার্জি, রুপা গাঙ্গুলী, ঋতুপর্ণা ঘোষ, রচনা ব্যানার্জি, স্বস্তিকা মুখোপাধ্যায়, শ্রাবন্তীসহ অনেকে।

নিকট অতীতে এ দেশের ‘যদি একদিন’ ছবিতে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন পাওলি দামসহ আরও কয়েকজন। এই তালিকায় যুক্ত হয়েছেন কৌশানি মুখোপাধ্যায়ও। তিনি শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের প্রযোজনায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘লাগ ভেলকি লাগ’ ও ‘ছুটি’ ছবিতে অভিনয় করেছেন। তার বিপরীতে ছিলেন কলকাতার বনি সেনগুপ্ত। তবে প্রযোজনা বাংলাদেশের হলেও ছবি দুটি কলকাতার প্রজেক্ট হিসেবেই বিবেচিত হয়েছে। এই প্রথম সরাসরি বাংলাদেশের ছবিতে অভিনয় করার জন্য এসেছেন কৌশানি মুখোপাধ্যায়।

২৭ সেপ্টেম্বর প্লেনে ঢাকা বিমান বন্দরে নেমেই ‘পিয়া রে’ ছবির  শুটিং করতে চাঁদপুর চলে গেছেন কৌশানি। সেখানে তিনি পনের দিন থাকবেন। আর চাঁদপুরের ইলিশ নিয়েই কলকাতায় ফিরবেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন শান্ত খান। এতে কলকাতার রজতাভ দত্ত ও খরাজ মুখার্জিও থাকছেন। আরও রয়েছেন বাংলাদেশের একঝাঁক অভিনয়শিল্পী।

‘পিয়া রে’ ছবিটি পরিচালনা করছেন পূজন মজুমদার। এটি তার প্রথম চলচ্চিত্র।      

Leave a Reply

Your identity will not be published.