জার্মান সরকারের আমন্ত্রণে পৃথিবীর বৃহত্তর ফ্রাঙ্কফুর্ট বইমেলায় দ্বিতীয়বারের মতো অতিথি হিসেবে অংশগ্রহণ করছেন ময়ূরপঙ্খির প্রকাশক এবং আগামী প্রকাশনীর নির্বাহী পরিচালক মিতিয়া ওসমান তিসমা। তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। এর আগে, ২০১৭ সালে, তিনি প্রথমবারের মতো অতিথি হিসেবে ফ্রাঙ্কফুর্ট বইমেলায় অংশগ্রহণ করেছিলেন।
এবার ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ১৭টি দেশের ১৭জন প্রতিনিধি অংশগ্রহণ করছেন। এই কার্যক্রম আগামী ১৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত চলবে।
ফ্রাঙ্কফুর্ট বইমেলায় ময়ূরপঙ্খিরও একটি স্টল থাকবে। সেখানে ময়ূরপঙ্খির প্রকাশিত বিভিন্ন বই প্রদর্শিত হবে।
মিতিয়া ওসমান তিসমা দক্ষিণ কোরিয়ায় পরপর দুইবার, ২০১৮ ও ২০১৯ সালে, ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেন। ২০১৯ সালে অংশগ্রহণ করেছেন ইন্দোনেশিয়ার সাহিত্য উৎসবেও। অন্যদিকে তিনবার ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সারজাতে। এ ধরনের আরেকটি প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য গিয়েছিলেন তুরস্কেও। এছাড়া ভারত সরকারের আমন্ত্রণে ২০১৮ সালে যুব সম্মিলনীতে অংশগ্রহণের মাধ্যমে ভারত সফর করেছিলেন তিনি।
উল্লেখ্য, মিতিয়া ওসমান তিসমা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশনা বিষয়ে কোর্স করেছেন। তাঁর প্রকাশনা প্রতিষ্ঠান ময়ূরপঙ্খি ২০১৬ সালে সর্বাধিক মানসম্মত শিশুতোষ গ্রন্থ প্রকাশের জন্য বাংলা একাডেমি কর্তৃক ‘রোকনুজ্জামান খান দাদাভাই স্মৃতি পুরস্কার’ লাভ করে।
Leave a Reply
Your identity will not be published.